ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যক্তিগত কারণে ভারত সিরিজ থেকে সরে গেলেন ব্রুক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
ব্যক্তিগত কারণে ভারত সিরিজ থেকে সরে গেলেন ব্রুক

৫ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড দলের সঙ্গে ভারতে আসার কথা ছিল হ্যারি ব্রুকের। কিন্তু ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন এই ইংলিশ ব্যাটার।

এক বিবৃতিতে আজ বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে জানানো হয়েছে, ব্রুকের পরিবারের পক্ষ থেকে সমর্থক ও মিডিয়ার কাছে এ সময় পারিবারিক গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।  

ইসিবি আরও জানিয়েছে, পুরো সিরিজেই ব্রুককে পাওয়া যাবে না। খুব শিগগিরই তার বিকল্প একজনের নাম ঘোষণা করা হবে।

ব্রুকের না থাকা ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা। কারণ ভারতের মাটিতে ব্রুকের অভিজ্ঞতা কাজে লাগাতে পারতো তারা। কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস উদ্ভাবিত 'বাজবল' ক্রিকেটের অন্যতম স্তম্ভ ব্রুক। আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলিংকে ছন্নছাড়া করে দেওয়ার সামর্থ্য রয়েছে তার।

মাত্র ১২ টেস্টের ক্যারিয়ারে ৬২.১৫ গড়ে ১১৮১ রান করে ফেলেছেন ব্রুক। রয়েছে ৪টি সেঞ্চুরিও। ক্যারিয়ারের প্রথম ৬ ম্যাচে ৮০.৯০ গড়ে করেন ৮০৯ রান। স্ট্রাইক রেট প্রায় ১০০! এমন বিধ্বংসী ব্যাটিংয়ে সবচেয়ে দ্রুততম সময়ে ১ হাজারি ক্লাবে প্রবেশ করেন ব্রুক। মাত্র ১০৫৮ বল মোকাবিলা করে তিনি পেছনে ফেলেন নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোমকে (১১৪৯ বল)।  

ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলার কথা ব্রুকের। তবে আইপিএল তার খেলার সম্ভাবনা কতটুকু তা জানা যায়নি।

দক্ষিণ এশিয়ার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প করেছিল ইংল্যান্ড দল। হ্যারি ব্রুক সেই দলের সদস্য ছিলেন।  

আজ সিরিজের প্রথম টেস্টের ভেন্যু হায়দরাবাদে পৌঁছাবে ইংলিশরা। অন্যদিকে একদিন আগেই অর্থাৎ গতকাল ভেন্যুতে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।