ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফি ভাই থাকলেই অনেক সিদ্ধান্ত সহজ হয়ে যায়: জাকির

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
মাশরাফি ভাই থাকলেই অনেক সিদ্ধান্ত সহজ হয়ে যায়: জাকির

দু-তিন কদম দৌড়ে গিয়েই বল করছেন মাশরাফি বিন মুর্তজা। ফিল্ডিংয়ের সময়ও বোঝা যাচ্ছে স্পষ্ট, পায়ের ব্যথা এখনও ভালোভাবেই আছে তার।

তবু এবারের আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন মাশরাফি, দিচ্ছেন নেতৃত্ব।  

চট্টগ্রামের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে তার দল সিলেট। ওই ম্যাচে ২৫০ দিন পর খেলতে নেমেই উইকেট পেয়ে যান তিনি। ২ ওভার ৩ বল করে দেন ২৫ রান দেন মাশরাফি। তবুও তার মাঠে থাকাকেই গুরুত্বপূর্ণ মনে করেন সিলেটের ব্যাটার জাকির হাসান।  

রোববার সাংবাদিকদের তিনি বলেন, ‘আসলে মাশরাফি ভাইয়ের পারফরম্যান্স থেকে উনার মাঠে থাকাটাই মূলত একটা অনুপ্রেরণা বলতে পারেন। কারণ, উনি থাকলে অনেক সিদ্ধান্ত সহজ হয়ে যায়, আমার কাছে যেটা মনে হইছে। তো এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ’ 

সিলেটের হয়ে ম্যাচ খেলতে নামার আগে অনুশীলনও করেননি মাশরাফি। রোববার অবশ্য মিরপুরের একাডেমি মাঠে ব্যাট হাতে দেখা গেছে তাকে। বোলিংয়ের ঘাটতি কি ব্যাট হাতে পুষিয়ে দিতে চাইছেন মাশরাফি।  

জাকির বলেন, ‘আসলে এই প্রশ্নটা আমাকে না করে ভাইয়াকে করলে বেশি ভালো হবে। কিন্তু যেটা বললাম, ব্যাটিং করছেন যেহেতু প্রথম প্র্যাকটিস সেশন করছেন। এর আগেও এসেছেন কিন্তু অনুশীলন করেননি। ব্যাটিং দিয়েও চেষ্টা করছে নিজেকে তৈরি করার। ’

গত বিপিএলেও ব্যাট হাতে রান করেছিলেন জাকির, জাতীয় দলে পরে সুযোগ পাবেন পাবেন বলেও পাননি। এবারও প্রথম ম্যাচে ৪৩ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন তিনি। বিপিএলে ভালো করেও সুযোগ না মেলায় কি কষ্ট আছে জাকিরের?

তিনি বলেন, ‘না, আমার কোনো কষ্ট থাকবে না। আমার কাজ ছিল পারফর্ম করা। নির্বাচকদের কাজ নির্বাচন করা। তো আমি এই কষ্ট রাখতে চাই না। আমি পারফর্ম করতে চাই। যেখানেই খেলব, পারফর্ম করতে চাই। ’

‘যে চেষ্টার কথা বললেন সেটা আসলে শুধু টি-টোয়েন্টিতে না, সব ফরম্যাটেই চেষ্টা করছি নিজেকে মেলে ধরার। পারফর্ম করার চেষ্টা করছি। তো যেই সময় যেই পরিস্থিতি আসছে যেই ফরম্যাট আসছে ওভাবেই নিজেকে চেষ্টা করতেছি মানিয়ে নেওয়ার। ’

বাংলাদেশ সময় : ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।