ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে বিশ্বরেকর্ড গড়া ম্যাকগার্ক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে বিশ্বরেকর্ড গড়া ম্যাকগার্ক

তিন মাস আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট মার্শ কাপে ২৯ বলে সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। কেননা লিস্ট 'এ' ক্রিকেটে এটাই এখন দ্রুততম সেঞ্চুরি।

সেই সেঞ্চুরির পর থেকে দারুণ ছন্দে আছেন ডানহাতি এই ব্যাটার। চলতি বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে ৯ ম্যাচে প্রায় ১৫৯ স্ট্রাইকরেটে ২৫৭ রান করেছেন তিনি।

ধারাবাহিকতার ধরে রাখার পুরস্কার হিসেবে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেয়েছেন বিশ্বরেকর্ড গড়া ম্যাকগার্ড। তার সঙ্গে দলে নতুন মুখ জ্যাভিয়ের বার্লেট। বিগ ব্যাশে এখন পর্যন্ত ১৭ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন ব্রিসবেন হিটের এই পেসার।

বিশ্বকাপের পর প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া। যার জন্য সপ্তাহ দুয়েক আগেই দল ঘোষণা করেছিল তারা। কিন্তু ১৩ সদস্যের সেই দল থেকে ছিটকে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ঝাই রিচার্ডসন। ম্যাক্সওয়েলকে বিশ্রামে রাখা হলেও রিচার্ডসন পড়েছেন ইনজুরিতে। তাই তাদের পরিবর্তে ডাকা হয়েছে ম্যাকগার্ড ও বার্লেটকে।

এই সিরিজের জন্য আগেই বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও মিচেল মার্শ। কামিন্সের পরিবর্তে সিরিজে নেতৃত্ব দেবেন স্মিথ। আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
 
অস্ট্রেলিয়া ওয়ানডে দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, জ্যাভিয়ের বার্লেট, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ল্যান্স মরিস, ম্যাট শর্ট, অ্যাডাম জ্যাম্পা।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।