ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।  

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে চট্টগ্রাম।

 

এবারের বিপিএলে এখন পর্যন্ত এক ম্যাচ খেলে জয়ের দেখা পেয়েছে ঢাকা। অন্যদিকে চট্টগ্রাম ২ ম্যাচ খেলে জয় পেয়েছে একটিতে।  

দুর্দান্ত ঢাকার একাদশ: দানুশকা গুনাথিলাকা, মোহাম্মদ নাঈম, ইরফান শুক্কুর (উইকেটকিপার), অ্যালেক্স রস, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), চতুরাঙ্গা ডি সিলভা, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, উসমান কাদির।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশ: আবিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান, ইমরান উজ্জামান (উইকেটকিপার), শাহাদাত হোসেন, নজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), কার্টিস ক্যাম্পার, শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, বিলাল খান, আল-আমিন হোসেন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।