ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

২২ সেলাই নিয়েও ‘ভালো আছেন’ গুনাথিলাকা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
২২ সেলাই নিয়েও ‘ভালো আছেন’ গুনাথিলাকা

আল আমিন হোসেনের বল পেছনে তুলে মারতে চেয়েছিলেন দানুস্কা গুনাথিলাকা। কিন্তু বল গিয়ে লাগে তার হেলমেটে।

সঙ্গে সঙ্গে মাঠও ছাড়তে হয় তাকে। মুখ থেকে বের হতে দেখা যায় রক্ত। পরে এই ম্যাচে আর খেলা হয়নি তার।  

এই ব্যাটারকে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে গুনাথিলাকা ফিরে এসেছেন ম্যাচ শেষ হওয়ার আগে। ততক্ষণে অবশ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৬ উইকেটে হেরে গেছে তার দল।  

গুনাথিলাকার অবস্থা কেমন? জানতে চাইলে দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত জানান, ‘ওর আপডেট এখন ভালো। মাঠে ব্যাক করেছে। সেলাই লেগেছে ২০-২২টার মতো। ’

দুর্দান্ত ঢাকার পরের ম্যাচ আগামী ২৭ জানুয়ারি। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তাদের মাঠে লড়বে ঢাকা। এ ম্যাচে কি গুনাথিলাকাকে পাওয়া যাবে? উত্তরে মোসাদ্দেক বলেন, ‘এখন তো দেখলাম যে ভালো ওর অবস্থা। কথা বলতেছে। আশা করা যায় আগামী ম্যাচ থেকে খেলবে। ’

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।