ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রংপুরের হয়ে পরের ম্যাচেই খেলবেন বাবর, সাকিবের ব্যাপার দেখছে বোর্ড

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
রংপুরের হয়ে পরের ম্যাচেই খেলবেন বাবর, সাকিবের ব্যাপার দেখছে বোর্ড

এবারের বিপিএলে সবচেয়ে বড় তারকাদের একজন বাবর আজম। রংপুর রাইডার্সের হয়ে সোমবার রাতে বাংলাদেশে আসছেন পাকিস্তানি এই ব্যাটার।

ইতোমধ্যে তাকে ছাড়া একটি ম্যাচ খেলেছে রংপুর। তাদের পরের ম্যাচ মঙ্গলবার দুপুর দেড়টায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।  

রাতে দেশে ফিরে এ ম্যাচে কি খেলবেন বাবর? এমন প্রশ্নের উত্তরে রংপুরের কোচ সোহেল ইসলাম জানিয়েছেন, ‘ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি এবং ম্যাচ খেলবেন সে। জানেন যে বাবর আজম টি-টোয়েন্টিতে কতটা ভালো ব্যাটার। এটা তো বলা লাগে না। আমাদের পরিকল্পনা করাই ওভাবে সে আসবে এবং কোথায় খেলবে এগুলো আগে থেকেই ঠিক করা। এটা তো অবশ্যই দলের জন্য ভালো। ’

রংপুর রাইডার্সের হয়ে প্রথম ম্যাচে খেলেছেন দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। কিন্তু বিশ্বকাপ থেকে বয়ে বেড়ানো চোখের সমস্যা আবার ফিরেছে তার। এজন্য ডাক্তার দেখাতে সিঙ্গাপুর গেছেন তিনি। তাকে কি পাওয়া যাবে সিলেটের বিপক্ষে?

সোহেল ইসলাম বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারটা হচ্ছে বিসিবির মেডিকেল দল এটা এখন দেখছে। এটা ওরা আরও ভালো বলতে পারবে। আসলে আমাদের কোর্টে বল নাই। এখন সমস্তটাই বোর্ড দেখছে। তারা যেভাবে দিক নির্দেশনা দেবে আমরা সেভাবেই দেখবো। ’

‘খেলোয়াড় ইনজুরিতে থাকতে পারে, চলে যেতে পারে। যতই নাম থাকুক না কেন রংপুর রাইডার্সের যে ব্যাপারটা আমরা দল হিসেবে খেলতে চাই। প্রত্যেকটা ম্যাচেই ৭-৮ জন খেলোয়াড় ইমপ্যাক্ট রাখবে, পারফরম্যান্স করবে দলের জেতার জন্য। আমরা আসলে দল হিসেবেই খেলতে চাই। সেখানে দুয়েকজন খেলোয়াড় থাকবে না, ইনজুরির জন্য থাকবে না সেটা বড় খেলোয়াড় হতে পারে ছোট তারকা হতে পারে। আমরা আসলে চিন্তা করছি কিভাবে দল হিসেবে ভালো খেলতে পারি। ’

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।