ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফি বলছেন ‘আদর্শ না’, তবুও কেন খেলছেন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
মাশরাফি বলছেন ‘আদর্শ না’, তবুও কেন খেলছেন

সেদিনের সংবাদ সম্মেলন শেষে হাসিমুখ নিয়েই ছেড়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে এর আগে অনেক কথাই বলে গিয়েছেন তিনি।

তাকে নিয়ে হওয়া সমালোচনা অথবা তার ভবিষ্যৎ। বলেছেন সামনে তাকানোর কথা। আগের ম্যাচেও সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি।

ওই ম্যাচে বলই করেননি। ব্যাট হাতেও সুবিধা করতে পারেননি। সিলেট স্ট্রাইকার্সের হয়ে তার বিপিএল খেলা নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। মাশরাফি নিজেও স্বীকার করেছেন ‘আদর্শ পরিস্থিতি’তে তার না খেলাটাই ঠিক হতো। তবুও কেন তাকে খেলাচ্ছে সিলেট?

দলের ম্যানেজার নাফিস ইকবাল রোববার সিলেটে এ নিয়ে বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি থেকে তার গুরুত্ব বুঝে সেখান থেকে অবশ্যই চায় যে সে মাঠে উপস্থিত থাকুক। দেখেন অনেক সময় এক একটা দলের এক একটা স্ট্রেংথ থাকে। আমরা জানি মাশরাফি কতোটা ক্যাপাবল। শুধু খেলার স্কিলের দিক থেকেই নয়, লিডারশিপের দিক থেকেও। টিমের কিন্তু ওই লিডারশিপের কোয়ালিটির জন্যেও ওদিকে তাকাতে হয়। ওইদিক থেকে আমাদের ফ্র্যাঞ্চাইজির মালিক যারা আছেন তাদের চাওয়া মাশরাফি একাদশে থাকুক। ’

প্রথম দুই ম্যাচে খুব একটা সুবিধা করতে মাশরাফি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে শেষ ম্যাচে ভালোই করেছেন তিনি। চার ওভারে ১৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এতেই স্বস্তি খুঁজছে সিলেট।

নাফিস ইকবাল বলেন, ‘হ্যাঁ আপনি যদি প্রস্তুতির দিক থেকে বলেন, তার আগে একটা জাতীয় নির্বাচন ছিল। এ কারণে সে হয়তো ওভাবে প্রস্তুতি নিতে পারেনি। আপনি যদি শেষ ম্যাচ দেখেন, সে দারুণ বোলিং করেছে। আমার মনে হয় যত ম্যাচ যাবে, সে আরও ভালো খেলবে। আরেকটা ব্যাপার হচ্ছে, মানসিকভাবে সে অনেক স্ট্রং। এটা উপর থেকে গিফটেড। সবার মধ্যে এই জিনিসটা থাকে না। ও খুব ভালো মানিয়ে নিতে পারে। ’

বাংলাদেশ সময় : ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।