ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

ম্যান পাওয়ার ক্রিকেট লিগের শিরোপা সাবা ইন্টারন্যাশনালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, মে ২৭, ২০২৫
ম্যান পাওয়ার ক্রিকেট লিগের শিরোপা সাবা ইন্টারন্যাশনালের

বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে অবদান রেখে দেশের অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি ক্রিকেটের ক্রেজকেও কাজে লাগাচ্ছে এদেশের ম্যান পাওয়ার এজেন্সিগুলো। ম্যান পাওয়ার ক্রিকেট লিগ নামে টি-২০ আসর নিয়মিত আয়োজন করছে তারা।

 

সম্প্রতি সম্পন্ন হয়েছে ম্যান পাওয়ার ক্রিকেট লিগ সিজন থ্রি। রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত এই আসরের ট্রফি জিতেছে সাবা ওভারসিজ। ফাইনালে তারা ৮১ রানে মোনাজাত ইন্টারন্যাশনালকে হারিয়ে ট্রফি জয়ের উৎসব করেছে। প্রথমে ব্যাট করে জুনায়েদের ঝড়ো সেঞ্চুরিতে (৪৫ বলে ১১২) ভর করে ২১১/৮ স্কোর করে সাবা ইন্টারন্যাশনাল।  

রান পাহাড়ে চাপা পড়ে জবাব দিতে পারেনি মোনাজাত ওভারসিজ। ১৩০ রানে অল আউট হয় তারা। দলের পক্ষে ৩৩ বলে সর্বোচ্চ ৪২ রান করেন সাজ্জাদ।

ফাইনাল এবং টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন সাবা ইন্টারন্যাশনালের জুনায়েদ।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ।

এই অনুষ্ঠানে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।