ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে রংপুর

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
টস জিতে ব্যাটিংয়ে রংপুর

দুই দলেরই পয়েন্ট সমান। এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

২০২৪ বিপিএলের ১৫তম ম্যাচে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে রংপুর।  

এখন পর্যন্ত ৪ ম্যাচে ৪ পয়েন্ট রংপুরের, বিপরীতে কুমিল্লা এক ম্যাচ কম খেলে তাদের সমান পয়েন্ট সংগ্রহ করেছে। দুই দলই নিজেদের আগের ম্যাচে জয়ের দেখা পেয়েছে। জয়ের পথে থেকে আরও এগিয়ে যাওয়ার সুযোগ তাদের সামনে।

রংপুর রাইডার্স স্কোয়াড: ব্র্যান্ডন কিং, বাবর আজম, রনি তালুকদার, নুরুল হাসান (উইকেটকিপার/অধিনায়ক), মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, শামীম হোসেন, মাহেদী হাসান, রিপন মণ্ডল, হাসান মাহমুদ, সাকিব আল হাসান, আবু হায়দার রনি, নিকোলাস পুরান, মাইকেল রিপন, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ফজলে মাহমুদ, সালমান ইরশাদ, হাসান মুরাদ, মাথিশা পাথিরানা, আশিকুর জামান, ইয়াসির মোহাম্মদ, ইহসানুল্লাহ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড: লিটন দাস (উইকেটকিপার/অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইমরুল কায়েস, তৌহিদ হৃদয়, রোস্টন চেজ, জাকের আলী, খুশদিল শাহ, ম্যাথিউ ফোর্ড, তানভীর ইসলাম, আলিস ইসলাম, মুস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম আঙ্কন, মুসফিক হাসান, নাসিম। শাহ, রাহকিম কর্নওয়াল, আনামুল হক জুনিয়র, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।