ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাচিনের ধাক্কার পর রুয়ান-শনের ব্যাটে প্রোটিয়াদের প্রতিরোধ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
রাচিনের ধাক্কার পর রুয়ান-শনের ব্যাটে প্রোটিয়াদের প্রতিরোধ 

প্রথম দুই সেশনে পাঁচ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। কিন্তু দিনের শেষ সেশনে রুয়ান দে সোয়াদ ও শন ফন বার্জের ব্যাটে গড়ে প্রতিরোধ।

তাদের অবিচ্ছিন্ন জুটিতে  ৬ উইকেটে ২২০ রান নিয়ে প্রথম দিন পাড়ি দেয় সফরকারীরা।

হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে টস হেগে আঘে ফিল্ডিংয়ে নামে নিউজিল্যান্ড। উইকেট পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্লাইড ফর্তেইনকে সাজঘরে ফেরান ম্যাট হেনরি। দলীয় সংগ্রহ ৪০ রান না পেরোতেই আরেক ওপেনার ও অধিনায়ক নেইল ব্র্যান্ডকে হারায় দক্ষিণ আফ্রিকা। ব্যক্তিগত ২৫ রানে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন উইলিয়াম ও'রোর্ক।

তিনে নেমে থিতু হলেও ইনিংস বড় করতে পারেনি রেনার্ড ফান তোন্দার। ৭১ বলে ৩২ রান করে নিল ওয়্যাগনারের শিকার হন তিনি। এরপর মিডল অর্ডারে একাই ভেঙে দেন রাচিন রবীন্দ্র। বাঁহাতি এই স্পিনার একাই সাজঘরে ফেরান তিন ব্যাটারকে। জুবাইর হামজা ২০, ডেভিড বেডিংহ্যাম ৩৯ ও কিগান পিটারসেন ২ রান করে তার শিকারে পরিণত হন।

রাচিনের ধাক্কায় দেড়শ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল প্রোটিয়ারা। কিন্তু এরপর চাপ সামাল দেন রুয়ান ও শন। তাদের অবিচ্ছিন্ন ৭০ রানের জুটিতে স্বস্তির নিঃশ্বাস ফেলে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। ফিফটি তুলে নিয়ে রুয়ান ৫৫ ও অভিষিক্ত শন অপরাজিত আছেন ৩৪ রানে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এএইচএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।