ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

৯ মার্চ শুরু ডিপিএল, থাকছে না বিদেশি কোটা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
৯ মার্চ শুরু ডিপিএল, থাকছে না বিদেশি কোটা

ওয়াসিম আকরাম, অর্জুনা রানাতুঙ্গার মতো কিংবদন্তিরা খেলে গেছে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। সেই ডিপিএলের নতুন মৌসুমে থাকছে না কোনো বিদেশি ক্রিকেটার।

এমনটাই জানিয়েছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

আগামী ৯ মার্চ শুরু হবে লিস্ট 'এ' ক্রিকেটের এই ঘরোয়া টুর্নামেন্ট। খেলা হবে চারটি ভেন্যুতে। ভেন্যুগুলো হচ্ছে বিকেএসপির দুটি মাঠ, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।

গতবারের থেকে এবার ব্যক্তিগত পুরস্কারের অর্থ বাড়িয়েছে সিসিডিএম। গত ডিপিএলে ম্যাচসেরার পুরস্কার হিসেবে ক্রিকেটারদের ১০ হাজার টাকা দিত সিসিডিএম। এবার সেটি আরো পাঁচ হাজার বাড়ছে। টুর্নামেন্টসেরা ক্রিকেটার, সেরা ব্যাটার, সেরা বোলারদের দেওয়া হতো দুই লাখ টাকা করে। এবার পরিমাণ দাঁড়াচ্ছে আড়াই লাখ টাকায়।

সিসিডিএম সূত্র জানিয়েছে, এবারের ডিপিএল ৯ মার্চ শুরু হয়ে ঈদুল ফিতরের জন্য মাঝে এক সপ্তাহর বিরতি থাকবে। টুর্নামেন্ট শুরুর আগে আগামী ২৮-২৯ ফেব্রুয়ারি হবে দলবদল।  

এদিকে নতুন আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।