ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকার ক্রিকেটাররা ‘মানসিকভাবে ভেঙে পড়েছে, রেগে যাচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
ঢাকার ক্রিকেটাররা ‘মানসিকভাবে ভেঙে পড়েছে, রেগে যাচ্ছে’

তাসকিন আহমেদ সেদিন সংবাদ সম্মেলনে হাসতে হাসতেই জানিয়ে গিয়েছিলেন মনের ক্ষোভ। তার দলের এখন হারতে হারতে দেয়ালেই পিঠ ঠেকে গেছে।

১১ ম্যাচের দশটিতেই হেরেছে তারা। জিতেছিল কেবল প্রথম ম্যাচটিতে। এর মধ্যে টানা হারের রেকর্ডও গড়েছে দলটি।  

দুই ম্যাচ আগেই ‍দুর্দান্ত ঢাকা শিবিরে যোগ দিয়েছেন শন উইলিয়ামস। কোনোটিতেই আহামরি পারফর্ম করতে পারেননি। তবে দলের মধ্যে সমস্যাটা খুঁজে পেয়েছেন তিনি। জিম্বাবুয়ের এই ক্রিকেটার মনে করেন, আবেগ নিয়ন্ত্রণ করতে না পারায় সমস্যা হচ্ছে ঢাকার।

উইলিয়ামস বলেন, ‘আগের ম্যাচগুলোর কথাও যদি বিবেচনা করি। এখানে ব্যাটিং যতটা না টেকনিক্যাল বিষয়, তার চেয়ে বেশি মেন্টাল এপ্রোচ। এতগুলো ম্যাচ টানা হারার পর ইমোশনালি ক্রিকেটাররা ভীষণভাবে আক্রান্ত হচ্ছে। এই সময়টায় আমাদের একটা দল হয়ে থাকা দরকার, পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দেওয়া দরকার। ’ 

‘আমি তো মাত্র এলাম। এসব নিয়ে কথা বলতে হবে। মানসিকভাবে অনেকেই ভেঙে পড়েছে। তারা রেগে যাচ্ছে, চাচ্ছে পারফর্ম করতে। এমন পরিস্থিতিতে ভয় কাজ করে, ভালো করা কঠিন হয়ে যায়। ’

টানা পাঁচ ম্যাচ হারার পর ঢাকার বিপক্ষে এসে জয়ের দেখা পেয়েছে খুলনা টাইগার্স। উইলিয়ামসের ঠিক আগে সংবাদ সম্মেলন করা ওয়েন পারনেল বলেছেন, ‘মজার পরিবেশ’ থাকায় ঘুরে দাঁড়িয়েছেন তারা। তবে উল্টো পরিস্থিতি ঢাকার।  

উইলিয়ামস বলেন, ‘মানসিকতা আর প্রস্তুতিই সাফল্যের চাবি। দলে কোনো টেকনিক্যাল সমস্যা নেই। আমি নিশ্চিত করছি। আমরা টানা ব্যর্থতার বৃত্তে বন্দী। নিজের আবেগ নিয়ন্ত্রণ করে খেলতে হবে। পরিস্থিতি অনুযায়ী খেলাটাই আমার কাছে সবচেয়ে বড় হাতিয়ার। টি-টোয়েন্টিতে বলে বলে পরিস্থিতি বদলে যায়। ’

‘আপনি এই সমস্যা কীভাবে সামাল দিচ্ছেন এটাই বড় বিষয়। সবকিছু হয়তো ট্রফি কেন্দ্রিক। তবে শেখার ব্যাপারও কিন্তু কম নয়। এটাই ক্রিকেটারদের বড় পরীক্ষা। ভুল থেকে শিখতে হবে। গৌরব ও প্যাশন নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ আপনি জয়ের জন্যই খেলতে নামেন। ’

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।