ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মায়ের অসুস্থতা, রাজকোট টেস্টের মাঝপথেই দল ছাড়লেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
মায়ের অসুস্থতা, রাজকোট টেস্টের মাঝপথেই দল ছাড়লেন অশ্বিন

রাজকোট টেস্টে দারুণ খেলছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলিকে ফিরিয়ে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ভারতীয় এই স্পিনার।

কিন্তু এরই মধ্যে শুনতে হলো দুঃসংবাদ। পরিবারের কারও গুরুতর অসুস্থতার কারণে দ্রুতই দল ছাড়তে হয়েছে তাকে।  

গতকাল রাতে এক বিবৃতিতে বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেন, ‘পরিবারের কারও গুরুতর অসুস্থতার কারণে রবিচন্দ্রন অশ্বিন টেস্ট স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন। তার এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিসিসিআই অশ্বিনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। আমাদের কাছে একজন খেলোয়াড় ও তার প্রিয়জনের স্বাস্থ্য ও মঙ্গল কামনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অশ্বিন ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি। ’

বিবৃতিতে অবশ্য জানানো হয়নি কার বা কি অসুস্থতা। তবে বিসিসিআই সহসভাপতি রাজিব শুক্লা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, অশ্বিনের মা গুরুতর অসুস্থ। মায়ের পাশে থাকতে চেন্নাই চলে যাচ্ছেন অশ্বিন।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।