ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের ফিফটিতে বরিশালের বড় সংগ্রহ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
মুশফিকের ফিফটিতে বরিশালের বড় সংগ্রহ 

শুরুটা আজ রাঙাতে পারেননি তামিম ইকবাল। তবে মিডল-অর্ডারে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মুশফিকুর রহিম ও কাইল মেয়ার্স।

যদিও দুই রানের আক্ষেপ নিয়ে বিদায় নেন মেয়ার্স। তবে পঞ্চাশ পূর্ণ করে দলকে বড় সংগ্রহ এনে দেন মুশফিক।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৫তম ম্যাচে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বরিশাল। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে তারা।  

ভালো শুরুর পর তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিবের শিকার হন আহমেদ শেহজাদ। ১৭ রানে তার বিদায়ের পর বেশিক্ষণ থিতু হতে পারেননি তামিমও। ১৮ বলে ১৯ রান করে একই বোলারের বলে উইকেট হারান বরিশাল অধিনায়ক। সৌম্য সরকারের ব্যাট থেকেও আজ রান আসেনি। ৮ রানে তিনি ফেরেন সাজঘরে।  

চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান মুশফিক ও মেয়ার্স। ৪৮ বলে ৮৪ রানের জুটি গড়েন তারা। ফিফটির দিকে এগোতে থাকা মেয়ার্সকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শফিকুল ইসলাম। ৩১ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪৮ রান করে ক্যারিবিয় ব্যাটার। অপরপ্রান্তে ৩০ বলে পঞ্চাশ স্পর্শ করেন মুশফিক। তবে আর দুই রান যোগ করতেই হারান উইকেট।  

শেষদিকে মেহেদি হাসান মিরাজের ৭ বলে ১৫ ও মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ১২ রানে ১৮৩ রান পর্যন্ত সংগ্রহ করতে পারে বরিশাল। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানজিম সাকিব।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।