ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

তানজিদের ফিফটিতে চট্টগ্রামের লড়াকু পুঁজি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
তানজিদের ফিফটিতে চট্টগ্রামের লড়াকু পুঁজি

টানা তিন হারে প্লে-অফের রাস্তাটা কঠিন হয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তাই শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের হাতে।

সেই লক্ষ্যে আজ ঘরের মাঠে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৬ উইকেটে ১৫৯ রানের লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে স্বাগতিকরা। ওপেনিংয়ে নেমে দারুণ এক ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় চট্টগ্রাম। মোসাদ্দেকের হোসেনের শিকার হয়ে সাজঘরে ফেরেন সৈকত আলী। তিনে নামা জশ ব্রাউনও (১১) টেকেননি বেশিক্ষণ। তবে তৃতীয় উইকেটে টম ব্রুসকে ৯৫ রানের জুটি গড়েন তানজিদ।

সেই জুটি ভাঙেন শন উইলিয়ামসন। তার বলে সাব্বির হোসেনকে ক্যাচ দেন ৪৮ রান করা ব্রুস। কিউই এই ব্যাটার সাজঘরে ফেরার আগেই অবশ্য ৩৫ বলে ফিফটি স্পর্শ করেন তানজিদ। কিন্তু শেষ ওভারের আগেই তাকে থামান শরিফুল ইসলাম। ৫১ বলে ১ চার ও ৬ ছক্কায় ৭০ রান করেন বাঁহাতি এই ওপেনার।

ঢাকার হয়ে ১৭ রান খরচে দুটি উইকেট নেন শরিফুল। এছাড়া তাসকিনের ঝুলিতেও যায় দুই উইকেট।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এএইচএস


  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।