ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পাথিরানা ঝলকে জয়ে শুরু শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
পাথিরানা ঝলকে জয়ে শুরু শ্রীলঙ্কার

একপ্রান্ত আগলে রেখে দলকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যান অধিনায়ক ইব্রাহীম জাদরান। কিন্তু শেষ পর্যন্ত অপরাজিত থেকে জয় এনে দিতে পারেননি তিনি।

পারেননি মাথিশা পাথিরানার কারণে। ডেথ ওভারে আগুনে ঝরা বোলিং উপহার দেন ডানহাতি এই পেসার। যার ফলে  ৪ রানের নাটকীয় জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল শ্রীলঙ্কা।

ডাম্বুলায় ১৬১ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে আফগানিস্তান। তবে লঙ্কান বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান ইব্রাহীম। ছোট ছোট জুটিতে দলের হাল ধরে রাখেন ডানহাতি এই ওপেনার। এক পর্যায়ে ২ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল সফরকারীদের। সেখানেই বাজিমাত করেন পাথিরানা। ১৯তম ওভারে এসে মাত্র তিন রান দিয়ে ২ উইকেট তুলে  নেন তিনি। তাতে ব্যাকফুটে পড়ে যায় আফগানরা। শেষ ওভারে ১১ রান দরকার হলেও ৭ রানের বেশি নিতে পারেনি। ৯ উইকেটে ১৫৬ রানেই থামতে হয় তাদের।

৫৫ বলে ৮ চারে ৬৭ রান করে অপরাজিত থাকেন ইব্রাহীম। লঙ্কানদের হয়ে ৪ ওভারে ২৪ রান খরচে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন পাথিরানা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৬০ রান করে এক ওভার আগেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেললে দলের হাল ধরেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চাপের মুখে নেমে ৩২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৭ রানের কার্যকরী ইনিংস খেলেন লঙ্কান অধিনায়ক। আফগানদের হয়ে ফজলহক ফারুকি ৩টি, নাভিন উল হক ও আজমতউল্লাহ ওমরজাই নেন দুটি করে উইকেট।

বাংলাদেশ সময় : ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪ 

এএইচএস      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।