ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশকিকের বিদায়ে চাপ বাড়ল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
মুশকিকের বিদায়ে চাপ বাড়ল বাংলাদেশের ছবি: সোহেল সরওয়ার

সৌম্য সরকারের দারুণ ইনিংসের পর মাহমুদউল্লাহ রিয়াদের (০) দ্রুত বিদায়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে সেখান থেকে তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটে অনেকটা বিপর্যয় কাটিয়ে উঠে স্বাগতিকরা।

কিন্তু এই জুটিও বড় হওয়ার আগেও থামলো মুশফিকুর রহিমের বিদায়ে।  

হৃদয় ও মুশফিক মিলে গড়েছিলেন ৪৩ রানের জুটি। হৃদয় তুলনামূলক ধীরে খেললেও মুশফিক রান তুলেছিলেন স্ট্রাইকরেট ভালো রেখেই। কিন্তু ইনিংসের ৩২তম ওভারে মুশফিক ফিরলেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে। সুইপ শট খেলতে চেয়েছিলেন মুশি। কিন্তু বল তার ব্যাট ফাঁকি দিয়ে প্যাডে লাগে। শুরুতে আম্পায়ার শ্রীলঙ্কার আবেদনে সাড়া দেননি। পরে রিভিও নিলে সাফল্য পায় তারা। বিদায়ের আগে ২৫ বলে ২৮ রান করেছেন মুশফিক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।  

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। একাদশে একটি পরিবর্তন এনেছে তারা। মাহিশ থিকশানার জায়গায় খেলছেন দুনিথ ভেল্লালাগে। তবে বাংলাদেশের মাঠে নেমেছে একই একাদশ নিয়ে।

আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কার তৃতীয় বলে এগিয়ে এসে স্কয়ার লেগে ফ্লিক করেছিলেন লিটন দাস। কিন্তু বল নিচুতে রাখতে পারেননি। যা বাতাসে ভেসে সেখানে দাঁড়ানো দুনিথ ভেল্লালাগের তালুতে জমা হয়। ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে টানা দ্বিতীয়বার ও সবমিলিয়ে ১৪ বার ডাক মারলেন লিটন।  

লিটনের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন নাজমুল হাসান শান্ত ও সৌম্য সরকার। কোনো রান ছাড়াই এক উইকেট হারানোর চাপ সহজেই সামলে নেন শান্ত। তাকে সঙ্গ দেন সৌম্য। ৭২ বলে ৭৫ রানের জুটি গড়েন তারা। তবে হাফ সেঞ্চুরির দিকে এগোতে থাকা শান্ত ৪১ রানেই হারান উইকেট। মাদুশঙ্কার অফ স্টাম্পের দিকে ছোড়া বল লেগ সাইডে ঘুরিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। ব্যাটের কানায় লেগে যেটি তালুবন্দি হয় কুশল মেন্ডিসের।

শান্ত বিদায় নিলেও লড়তে থাকেন সৌম্য। দলীয় শতকের পর পান ফিফটির দেখা। ক্যারিয়ারের ১২তম পঞ্চাশ পূর্ণ করতে সৌম্যর লাগে ৫২ বল। আর ৬ রান যোগ করেই ওয়ানডে ক্যারিয়ারে দুই হাজার রানের ক্লাবে যোগ দেন এই ওপেনার। তবে এরপর ইনিংস বেশিদূর টেনে নিতে পারেননি তিনি। ফিরেছেন ব্যক্তিগত ৬৮ রানে। ৬৬ বল স্থায়ী ইনিংসটি ১১টি চার ও ১ ছক্কায় সাজানো।  

সৌম্য ফেরার পর কোনো রান যোগ হওয়ার আগেই বিদায় নেন আগের ম্যাচে ৩৭ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের দ্বিতীয় ব্যাটার হিসেবে মেরেছেন ডাক। সেখান থেকেই লড়াইয়ের শুরু তাওহিদ ও মুশফিকের।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।