ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় ওয়ানডেতে মাদুশঙ্কাকে পাচ্ছে না শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
তৃতীয় ওয়ানডেতে মাদুশঙ্কাকে পাচ্ছে না শ্রীলঙ্কা

সিরিজ নির্ধারণী লড়াইয়ে আগামীকাল তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। তবে এর আগেই ধাক্কা খেল সফরকারী দল।

ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার দিলশান মাদুশঙ্কা। এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নিজের সপ্তম ওভার করার সময় চোট পান মাদুশঙ্কা। এমআরআই স্ক্যানের পর জানা যায় বাঁ পায়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন তিনি। তাই তৃতীয় ওয়ানডেতে খেলা হচ্ছে না বাঁহাতি এই পেসারের।

আপাতত দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন মাদুশঙ্কা। যদিও ২২ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা আছে তার। তবে চোটের কারণে তা অনিশ্চয়তার মুখে পড়েছে।

ওয়ানডেতে দলের অন্যতম সেরা বোলার মাদুশঙ্কা। বাংলাদেশের বিপক্ষেও পারফরম্যান্সের ডালা মেলে ধরেছেন তিনি। দুই ম্যাচেই দুটি করে উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার। এদিকে চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন আরেক লঙ্কান পেসার মাথিশা পাথিরানা।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
এএইচএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।