ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আচরণবিধি ভাঙায় কোহলিকে জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
আচরণবিধি ভাঙায় কোহলিকে জরিমানা

আইপিএলে গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও ১ রানে হেরে ফিরতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। সে ম্যাচে হার্শিত রানার ফুলটস বলে তাকেই ক্যাচ উপহার দেন বিরাট কোহলি।

৭ বলে ১৮ রান করা বেঙ্গালুরুর এই ব্যাটারকে গতকাল আচরণবিধি ভাঙার জন্য ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

যদিও কারণ সম্পর্কে নির্দিষ্ট করে বলা হয়নি। তবে আউট হওয়ার পর আম্পায়ারের উদ্দেশে প্রতিক্রিয়া জানিয়েছিলেন কোহলি। তার মনে হয়েছিল, ডেলিভারিটি ফুলটস ছিল না বরং বিমার ছিল। তাই নো বলের দাবি জানান তিনি। কিন্তু টিভি আম্পায়ারও আউটের সিদ্ধান্ত বহাল রাখেন।

স্লোয়ার ডেলিভারিটি খেলার সময় ক্রিজ ছেড়ে কিছুটা বেরিয়ে আসেন কোহলি। তখন বল তার কোমর ওপর ছিল। মাটি থেকে ১.০৪ মিটার উচ্চতায় ছিল বল।  কিন্তু হকআইতে দেখা যায়, কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে বল তার কোমরের নিচেই থাকত। সেক্ষেত্রে মাটি থেকে বলের উচ্চতা হত ০.৯২ মিটার।

কিন্তু কোহলি আউট নিয়ে অসন্তুষ্টই থাকেন। নাখোশ ছিলেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিও।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
এএইচএস

  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।