ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ব্যাটিং করতে হবে বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
টস হেরে ব্যাটিং করতে হবে বাংলাদেশকে

ম্যাচ জিতলেই সুপার এইট চলে আসবে কাছে- বাংলাদেশ ও নেদারল্যান্ডস দুই দলের জন্যই সমীকরণটা এক। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ডাচরা।

 

টস জেতার পর নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস জানিয়েছেন, অচেনা কন্ডিশনের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নতুন বলে সতর্ক থাকার কথা বলেছেন।  

দক্ষিণ আফ্রিকার কাছে হারা ম্যাচের একাদশে কোনো বদল আনেনি বাংলাদেশ। নেদারল্যান্ডস একজন বাড়তি বোলার খেলাচ্ছে। অফ স্পিনার আরিয়ান দত্ত আছেন এ ম্যাচের একাদশে।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

নেদারল্যান্ডস একাদশ: মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, সিব্রান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), আরিয়ান দত্ত, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।

বাংলাদেশ সময় :
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।