লেগ সাইডে হাওয়ায় ভাসতে থাকা বলটি লুফে নিতে দুজন আসেন দুই দিক থেকে। যদিও ক্যাচ নিতে পারেননি কেউই।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগব্যাশে পার্থ স্কোর্চার্স ও সিডনি থান্ডারের মধ্যকার ম্যাচে ঘটে এই ঘটনা। ইনিংসের ১৬তম ওভারের দ্বিতীয় বলে লকি ফার্গুসনকে ফ্লিক করতে গিয়ে ক্যাচ তুলে দেন স্কোর্চার্সের ব্যাটার কুপার কোনোলি।
সেই ক্যাচ নিতে বৃত্তের ভেতর থেকে বলের পেছনে দৌড় শুরু করেন ক্যামেরন ব্যানক্রফট। অন্যদিকে ড্যানিয়েল স্যামস আসতে থাকেন বলের সামনের দিকে। দুজনের কেউই কাউকে খেয়াল করেননি। যার ফলে ঘটে যায় সংঘর্ষ। ধাক্কার পর দুজনেই মাটিতে পড়ে থাকেন কিছুক্ষণের জন্য। খেলাও বন্ধ থাকে প্রায় ২০ মিনিটের মতো।
স্যামসকে একটি মেডিক্যাবে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যানক্রফট মাঠ ছাড়েন রক্তাক্ত নাক নিয়ে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। এক বিবৃতিতে থান্ডার জানায়, দুজনেরই হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ম্যাচের পরবর্তী অংশের জন্য চোটাক্রান্ত দুই খেলোয়াড়কেই বদলি করে থান্ডার। তারা জানায়, দুজন খেলোয়াড়ই সজ্ঞানে রয়েছেন এবং কথা বলছেন। তবে তাদের ভেতর কনকাশনের লক্ষ্মণ রয়েছে এবং হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে তাদের।
২০ মিনিট বাদে খেলা শুরু হওয়ার পর স্কোর্চার্সের বিপক্ষে ৪ উইকেটের নাটকীয় জয় পায় থান্ডার। শেষ বলে জয়ের জন্য ৩ রান দরকার ছিল তাদের। অ্যান্ড্রু টাইকে চার মেরেই দলকে উল্লাসে মাতান শেরফান রাদারফোর্ড। ১৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৯ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জেতেন বাঁহাতি এই ব্যাটার।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
এএইচএস