ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ ক্যারিবীয়দের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ ক্যারিবীয়দের নারী ফুটবল দল/সংগৃহীত ছবি

কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল। সেখানে ওয়ানডে সিরিজ হারলেও স্বাগতিকদের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে দেশে ফিরেছেন লিটন -জাকেররা।

 

এবার ক্যারিবীয় অঞ্চল সফরে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। সফরটির সূচি আজ প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড।

এবারের সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে নিগার সুলতানা জ্যোতির দল সেন্ট কিটসে পৌঁছাবে আগামী ১৪ জানুয়ারি।  

এরপর ১৯ জানুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি।

ওয়ানডে সিরিজ শেষেই টি-টোয়েন্টি শুরু হবে। সিরিজটি ২৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৩১ জানুয়ারি। দ্বিতীয়টি হবে ২৯ জানুয়ারি। সব ম্যাচই হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।