ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই বদল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই বদল

বেশ কঠিন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। তবে অসম্ভব নয়।

সুপার এইটে টানা দুই ম্যাচ হেরেও এই সম্ভাবনাটুকু টিকে থাকার কারণ আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার হেরে যাওয়া।  

নিজেদের সেমিফাইনালে নেওয়ার মিশনে আর্নোস ভ্যালে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।

বাংলাদেশের বড় জয় দরকার হলেও আফগানিস্তানের জন্য অঙ্কটা সরল। বাংলাদেশকে হারাতে পারলেই সেমিফাইনালে পৌঁছে যাবে তারা।  

এ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। জাকের আলি অনিক ও শেখ মাহেদী হাসান বাদ পড়েছেন। তাদের জায়গায় ফিরেছেন সহ-অধিনায়ক তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। গত এক বছরে দুর্দান্ত পারফরম্যান্স করা শরিফুল ইসলাম থাকছেন বাইরেই।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময় : ০৬০২ ঘণ্টা, ২৫ জুন, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।