ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ইনিংসেও সাকিবের ৪ উইকেট, প্রথম শ্রেণিতে ৩৫০

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
দ্বিতীয় ইনিংসেও সাকিবের ৪ উইকেট, প্রথম শ্রেণিতে ৩৫০

ব্যাট হাতে ব্যর্থ হলেও দুই ইনিংসেই সাকিব আল হাসান আলো ছড়িয়েছেন বল হাতে। নিয়েছেন চারটি করে উইকেট।

তার দলও এতে আছে ভালো অবস্থানে।

টনটনে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে সামারসেটের মুখোমুখি হয়েছে সারে। পাকিস্তান ও ভারত সিরিজের মাঝের সময়ে এই ম্যাচটিতে খেলছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব।  

প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হয় সমারসেট, পরে নিজেদের প্রথম ইনিংসে ৩২১ রান করে সারে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান করে সমারসেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেশ বিপদেই পড়েছে সমারসেট। দলটির পক্ষে সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত আছেন ক্রেইগ ওভারটন। ২৮ বলে ২৮ রান করে অপরাজিত আছেন টম ব্যান্টন।

আরচি ভনকে ফিরিয়ে ম্যাচের প্রথম উইকেটটি পান সাকিব। এরপর একে একে তিনি ফিরিয়েছেন টম অ্যাবেল, লুইস জর্জি, জেমস রইউকে। এই পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব।  

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
এমএইচবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।