ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজে হারলো বাংলাদেশের মেয়েরা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
টি-টোয়েন্টি সিরিজে হারলো বাংলাদেশের মেয়েরা

শুরুতে আয়ারল্যান্ডকে লড়াই করার পুঁজে এনে দেন ব্যাটাররা। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে খায় ধাক্কা।

শেষ অবধি তারা পৌঁছাতে পারেনি লক্ষ্যে। হারই সঙ্গী হয় তাদের।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার আয়ারল্যান্ডের কাছে ৪৭ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করে সফরকারীরা। ওই রান তাড়ায় নেমে স্রেফ ৮৭ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিকরা।  

শুরুতে ব্যাট করতে নেমে ৩৪ রানের উদ্বোধনী জুটি পায় আইরিশ মেয়েরা। ১৮ বলে ১৪ রান করা গ্যাবি লুইসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন নাহিদা আক্তার। আরেক ওপেনার এমি হান্টার ২৩ বলে ২৩ রান করে জান্নাতুল ফেরদৌসের বলে আউট হন।  

আইরিশদের রান মূলত বাড়ান ওরলা প্রেন্ডারগাস্ট ও লরা ডেলেনি। ২৫ বলে ৩২ রান করে ওরলা ও ২৫ বলে ৩৫ রান করে আউট হন লরা। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নেন নাহিদা।  

রান তাড়ায় নেমে ২২ রানে প্রথম চার উইকেট হারায় বাংলাদেশ। এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন শারমিন আক্তার। তাদের জুটি ভাঙার পরই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস।

পরের ১৭ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ হারে তারা। ৪৩ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন আক্তার। ২১ বলে ২০ রান আসে স্বর্ণা আক্তারের ব্যাটে। আয়ারল্যান্ডের হয়ে ৩ ওভার ১ বল হাত ঘুরিয়ে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন ওরলা। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয়টিও হারায় সিরিজ হারাতে হয়েছে বাংলাদেশকে।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।