ভারতীয় ওপেনার জয়সাওয়ালের আউট নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলার দেওয়া এই আউট মানতে পারছে না ভারতীয়রা।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের সঙ্গে আলাচারিতায় সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘বিতর্ক তৈরির মতো কিছু ছিল না। চারটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। বল গ্লাভসে লেগেছে আর তাতেই গতি কমে উইকেটের পিছনে ক্যারির হাতে চলে গেছে। আকাশ দীপও আউট হওয়ার পর একই কথা বলেছিল। এরা মিথ্যাবাদী। ’
‘আপনাকে সৎ হতে হবে, তারপরই জিতবেন। হাতে ব্যাট থাকলে বলা কানায় লেগেছে কি না সেটি আপনি না বুঝে পারেন কীভাবে? ঘটনা হলো আমরা বাজে খেলেছি ও হেরেছি। ’
ভারতের ব্যাটিং নিয়ে খান্না আরও বলেন, ‘ওরা কেমন ধরনের ব্যাটিং করছে? আইপিএল আসুক, দেখবেন ফর্ম ফিরে পাবেন তারা। অতি আক্রমণাত্মক ব্যাটিং না করে ইতিবাচক খেলা উচিত। নতুন বছরে ভারত দলের ভাগ্য পাল্টাবে বলে আশা করছি। ’
এদিকে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও বলেছিলেন আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক। কিন্তু দেশটির সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার ও বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লার মতে, প্রযুক্তির ওপর ভরসা রেখে টিভি আম্পায়ারকে নট আউট ঘোষণা করা উচিত ছিল।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
আরইউ