ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের দুই নারী ক্রিকেটারের উচ্ছ্বাস। ছবি: ক্রিকইনফো

টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো ভারত।  

আজ কুয়ালালামপুরে আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারতের মেয়েরা।

আগে ব্যাট করে মাত্র ৮২ রানে অলআউট হয় প্রোটিয়ারা। যা ১ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ভারত।

এ নিয়ে টানা দ্বিতীয়বার  অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো ভারত। এর আগে ২০২৩ সালে উদ্বোধনী আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের মেয়েরা।

৮৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৮ রানে আউট হন দলটির ওপেনার জি কমলিনি। বাকি কাজ সতীর্থ সনিকাকে নিয়ে সারেন ওপেনার তৃষা। ম্যাচ শেষে তৃষা অপরাজিত থাকেন ৪৪ রানে। আর জয়সূচক বাউন্ডারি হাঁকানো সনিকা ২৬ রানে অপরাজিত থাকেন।  

এর আগে বল হাতে দারুণ পারফর্ম করেন ভারতের তৃষা। সর্বোচ্চ ৩ উইকেট নেন তিনি। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। সেই সঙ্গে সিরিজসেরাও হন তিনি। কারণ ব্যাট হাতে ৩০৯ রান করার পাশাপাশি ৭ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।