ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

ক্রিকেট

ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে ৫ বছর নিষিদ্ধ বাংলাদেশের নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে ৫ বছর নিষিদ্ধ বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলী আক্তার/সংগৃহীত ছবি

বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলী আক্তারকে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আইসিসির দুর্নীতিবিরোধী কোডের পাঁচটি ধারা ভঙ্গ করেছেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহেলীর শাস্তির বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গতকাল (১০ ফেব্রুয়ারি) থেকে ৩৬ বছর বয়সী অফ স্পিনারের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।  

সর্বশেষ ২০২২ সালে জাতীয় দলের জার্সিতে খেলেছেন সোহেলী। তার বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।  

প্রস্তাব গ্রহণ করলে সেই ক্রিকেটার বড় অঙ্কের টাকা পেতেন। কিন্তু সোহেলীর প্রস্তাবে রাজি না হয়ে টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেন তিনি। বিষয়টি পরে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকু) কাছে অবহিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আকু শুনানিতে ডাকলে দায় স্বীকার করেন সোহেলী। এরপর নিষেধাজ্ঞা পেলেন তিনি।

২০১৩ সালে অভিষেকের পর বাংলাদেশের জার্সিতে সীমিত সংস্করণের ১৫টি ম্যাচ খেলেছেন সোহেলী। এই সময়ে ১১ উইকেট নেওয়ার পাশাপাশি ৬ রান করেছেন তিনি। তার সর্বশেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, ২০২২ সালে। ওই টি-টোয়েন্টি ম্যাচ শেষে জাতীয় দলের বাইরে ছিটকে যান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।