ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে ২৭ কোটি টাকা পাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে ২৭ কোটি টাকা পাবে বাংলাদেশ ছবি: সংগৃহীত

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতোমধ্যে আসরটির প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।

সবমিলিয়ে এবারের আসরের জন্য ৬৯ লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার রেখেছে ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থাটি।  

সবশেষ ৮ বছর আগে অর্থাৎ ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সেবার এই পুরস্কারের পরিমাণ ছিল ৪৫ লাখ মার্কিন ডলার। এবার ৫৩ শতাংশ বেড়ে এই পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ কোটি ৩৭ লাখ টাকা।  

আজ এক বিজ্ঞপ্তিতে এই প্রাইজমানি ঘোষণা করে আইসিসি। যেখানে শিরোপাজয়ী দলের জন্য থাকছে ২২ লাখ ৪০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ কোটি টাকা। সঙ্গে দেওয়া হবে একটি ট্রফি। আর রানার্স আপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা প্রায়)।  

সেমিফাইনালে বাদ পড়া দুদল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৭৬ লাখ টাকারও বেশি। পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। আর ১ লাখ ৪০ হাজার ডলার করে পাবে সপ্তম ও অষ্টম হওয়া দল। এছাড়া যারা অংশগ্রহণ করবে, সেই আট দলকে দেওয়া হবে ১ লাখ ২৫ হাজার ডলার করে। এদিকে প্রতি ম্যাচে জয়ের জন্যও থাকছে পুরস্কার। জয়ী দলগুলো পাবে ৩৪ হাজার ডলারের বেশি পুরস্কার।  

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গী ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমি-ফাইনালে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।