সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ম্যাথু শর্ট।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬৩ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন শর্ট। দলকে এনে দিয়েছিলেন ভালো সূচনা। পরে আফগানদের বিপক্ষে বল হাতে অবদান রাখেন তিনি। ৭ ওভারে স্রেফ ২১ রান খরচ করেন তিনি। এই ম্যাচের শেষদিকে পড়েন উরুর চোটে। পরে অধিনায়ক স্টিভ স্মিথ পরিষ্কার করেন শর্টের চোটের কথা। জানান সেমিতে পারবেন না খেলতে।
শর্টের বদলে দলে জায়গা হতে পারে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের। কিন্তু তার থেকে বোলিং পাবে না অস্ট্রেলিয়া। এক্ষেত্রে কুপার কনোলি ঢুকতে পারেন একাদশে। দুবাইয়ের উইকেটে স্পিনাররা বেশ ভালো করছেন। সেক্ষেত্রে অ্যাডাম জাম্পার সঙ্গে কনোলি হতে পারে ভালো পছন্দ।
আগামী মঙ্গলবার দুবাইয়ে ভারতের বিপক্ষে সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
আরইউ