ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

৯ বছর পর আবাহনীকে হারিয়ে গৌরবময় জয় মোহামেডানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
৯ বছর পর আবাহনীকে হারিয়ে গৌরবময় জয় মোহামেডানের সংগৃহীত ছবি

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই উত্তেজনার পারদ চড়া। এবার সেই লড়াইয়ে ৯ বছর ও ১১ ম্যাচের অপেক্ষা ভেঙে ঐতিহাসিক জয় তুলে নিল মোহামেডান।

শনিবার (১২ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই হাইভোল্টেজ ম্যাচে ৩৯ রানের জয় পায় মোহামেডান। শেষ রাউন্ডের এই জয়ে পয়েন্ট টেবিলে ১১ ম্যাচে সমান ৯ জয় নিয়ে আবাহনীকে ছুঁয়ে ফেলেছে তারা — দুই দলেরই পয়েন্ট এখন ১৮।

মোহামেডানের ব্যাটিং: আনিসুলের দুর্দান্ত সেঞ্চুরি

টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে মোহামেডান। রনি তালুকদার দ্রুত বিদায় নিলেও (১৮ বলে ১৬), ওপেনার আনিসুল ইসলাম ও মাহিদুল ইসলাম অঙ্কনের মধ্যে গড়ে ওঠে ১২৩ রানের জুটি।

অঙ্কন ৫৫ বলে ৪৮ রান করে ফিরলেও, আনিসুল খেলেন অনবদ্য এক ইনিংস। ১৮ চার ও ২ ছক্কায় ১১৮ বলে ১১৪ রানের ইনিংস খেলেন তিনি। সঙ্গ দেয় মুশফিক (২০), মিরাজ (১৮) ও রিয়াদ (১৭)। শেষ পর্যন্ত মোহামেডান ৪৮.২ ওভারে ২৬৪ রানে অলআউট হয়।

আবাহনীর হয়ে নাহিদ রানা ৩টি, মৃত্যুঞ্জয়, রাব্বি ও রাকিবুল ২টি করে উইকেট নেন।

আবাহনীর রান তাড়া: শান্তর একার লড়াই

জবাবে আবাহনীর শুরুটা ছিল ব্যর্থতায় ভরা। ওপেনিং জুটি ভাঙে ৩য় ওভারেই। মিরাজ ফিরিয়ে দেন জিসানকে। এরপর ইবাদতের অসাধারণ বলিংয়ে ফিরে যান পারভেজ ইমন ও মোহাম্মদ মিঠুন।

একপ্রান্ত আগলে রেখে শতকোটা সংগ্রামের চেষ্টা চালান নাজমুল হোসেন শান্ত। ১১৩ বল মোকাবেলা করে ৭ চারসহ করেন ৮০ রান। তবে সঙ্গীর অভাবে এক সময় তিনিও বিদায় নিলে আবাহনীর সব আশা শেষ হয়ে যায়।

শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ২২৫ রানেই গুটিয়ে যায় দলটি। মোহামেডান পায় ৩৯ রানের দারুণ জয়।

মোহামেডানের হয়ে এবাদত হোসেন নেন ৪টি উইকেট। মেহেদী হাসান মিরাজ ও সাইফউদ্দিন নেন ২টি করে।

৯ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে ডিপিএলে নিজেদের শক্ত অবস্থান আরও পাকাপোক্ত করল মোহামেডান।  

বাংলাদেশ সময়ছ ১৯৩৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।