রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়লেও নিজের সিদ্ধান্তকে এখনো সঠিক বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি নির্বাচনে অংশ নিলে আবারও জিতবেন, এমন বিশ্বাস তার।
ইংরেজি দৈনিক ডেইলি সান-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাকিব বলেন, “যদি আমার রাজনীতিতে আসাটা ভুল হয়, তাহলে যেকোনো নাগরিকের জন্য রাজনীতিতে আসাটাই ভুল হয়ে দাঁড়ায়। এটা তো কারও একার ক্ষেত্র না—চিকিৎসক, ব্যবসায়ী, আইনজীবী সবাই চাইলে রাজনীতিতে আসতে পারেন। মানুষ ভোট দেবে কি দেবে না, সেটা তাদের সিদ্ধান্ত। আমি মনে করি, আমি তখনও সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, এখনো তাই মনে করি—কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কিছু করা। আমি বিশ্বাস করি, আমি তাদের জন্য কিছু করতে পারি এবং তারা আমাকে সেটা করতে দিতে চেয়েছিল। ”
তিনি আরও বলেন, “আমি আমার আসনে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে বলেই বিশ্বাস করি। আজ যদি আমি আবার নির্বাচন করি, কেউ মনে করে না আমি হারব। কাজেই, আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি। আমি চেয়েছিলাম মানুষের জন্য কাজ করতে, সুযোগ চেয়েছিলাম, মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছিল। হ্যাঁ, দুর্ভাগ্যবশত আমি যেভাবে কাজ করতে চেয়েছিলাম, সেভাবে পারিনি। এটা আমি স্বীকার করি। ”
“সিস্টেমের বাইরে থেকে সিস্টেম বদলানো যায় না”
সাকিব মনে করেন, দেশের জন্য বড় পরিবর্তন আনতে হলে সিস্টেমের ভেতরে ঢুকতে হয়। তিনি বলেন, “আমার দৃষ্টিকোণ থেকে, যদি আপনি সিস্টেম পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে সিস্টেমের ভেতরে ঢুকতেই হবে। বাইরে থেকে তো পরিবর্তন সম্ভব না। যারা এখন দেশ চালাচ্ছেন, তারা কি বাইরে থেকে এই পরিবর্তন আনতে পারতেন? আপনি বলুন, এটা কি পরিষ্কার না? অনেকে হয়তো বলবে আমি রাজনীতিতে এসে ভুল করেছি। কিন্তু যারা এসব বলছে, তাদের বেশিরভাগই আমার এলাকার ভোটার না। মাগুরার ভোটাররা কিন্তু অন্যভাবে ভাবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, নির্বাচন করেছিলাম। ”
“মানুষ যদি চায়, আমাকে ভোট দেবে। না চাইলে দেবে না। এত সহজ বিষয়। বাইরের মানুষ কী বলছে, তাতে আমার এলাকার পরিস্থিতি তো বদলাবে না। আজকেও যদি আমি নির্বাচন করি, মাগুরার মানুষ আমাকে ভোট দেবে বলেই আমার বিশ্বাস, কারণ তারা জানে আমি তাদের জন্য কিছু করতে পারি। আমার বারবার একই কথা—আপনি যদি সিস্টেমের ভেতরে না যান, তাহলে কীভাবে পরিবর্তন আনবেন? আমার উদ্দেশ্য ছিল সৎ। আমি কিছু পাওয়ার জন্য না, বরং কিছু দেওয়ার জন্য রাজনীতিতে এসেছি। যদি সেটাই ভুল হয়, তাহলে আমি সেই ভুল স্বীকার করতে রাজি,” যোগ করেন সাকিব।
রাজনীতিতে যে কারণে পুরোপুরি সময় দিতে পারেননি সাকিব
সাকিব স্বীকার করেছেন, নির্বাচনের পর তিনি রাজনীতিতে যথেষ্ট সময় দিতে পারেননি। তিনি বলেন, “আমি ছয় মাসের মতো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তার মধ্যে মাত্র তিন দিন মাগুরায় গিয়েছি। বাকি সময় ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলাম, দেশের বাইরেও ছিলাম। সে কারণে রাজনীতির মাঠে সক্রিয়ভাবে থাকতে পারিনি। ”
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শেই রাজনীতির চেয়ে ক্রিকেটে বেশি মনোযোগ দিয়েছিলেন বলেন জানান সাকিব। তার ভাষায়, “এটা সত্যি, আমি প্রায় ছয় মাস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। নির্বাচনের পর মাগুরায় গিয়েছি তিন দিন। এরপর চার-পাঁচ মাস ক্রিকেট খেলেছি, আর প্রায় একই সময় দেশের বাইরে ছিলাম। এই অবস্থায় আমি কীভাবে রাজনীতিতে সময় দিতাম বা মাঠপর্যায়ের বাস্তবতা বুঝতাম? তৎকালীন প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন, 'রাজনীতি করতে হবে না, শুধু ক্রিকেটে মন দাও। ' আমি সেই কথাই অনুসরণ করেছি। আমার কোনো গোপন অ্যাজেন্ডা ছিল না। আমি সবসময়ই মনে করেছি, যতদিন খেলছি, খেলাটাই আমার অগ্রাধিকার। চাইলে আমি খেলা ছেড়ে পুরোপুরি রাজনীতিতে নামতে পারতাম। কিন্তু আমার পরিকল্পনা ছিল ধাপে ধাপে রাজনীতিতে যুক্ত হওয়া—চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর ধীরে ধীরে বিষয়টা বুঝে মানুষের জন্য কাজ করার ইচ্ছা ছিল। ”
নিজের রাজনৈতিক পরিকল্পনা কী ছিল, সেটিও খোলাসা করেছেন সাকিব, “আমি হুট করে রাজনীতিতে ঝাঁপ দেইনি। আমি সিস্টেমের মধ্যে থেকেই শুরু করতে চেয়েছিলাম। মানুষ কী ভাবছে, সেটা তাদের ব্যাপার। যদি আমার সিদ্ধান্ত ভুল হয়ে থাকে, তাহলে যারা এখন ক্ষমতায় আছে, তারাও একদিন থাকবে না। ১০ বছর হোক বা ২০ বছর, কেউ চিরকাল একই জায়গায় থাকে না। আবার অন্য কেউ আসবে, তারাও থাকবে না। এই চক্র তো চলতেই থাকবে। আসল বিষয় হলো, আমাদের চিন্তা-ভাবনার পরিবর্তন দরকার। মানুষের দুটি মৌলিক অধিকার—ভোট দেওয়ার অধিকার ও যে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার অধিকার। আপনি যদি মনে করেন সিস্টেমটা ভুল, তাহলে আপনি একা কীভাবে সেটা পরিবর্তন করবেন? কতদিন পারবেন একা করে যেতে? একসময় না একসময় সবার সাহায্য দরকার হয়। সবাই একসঙ্গে কাজ করলেই প্রকৃত পরিবর্তন সম্ভব। ”
“আমি খুব পরিষ্কার উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে এসেছি—মাগুরার মানুষের জন্য কাজ করতে। বাংলাদেশের সিস্টেমে সবকিছুই চলে কলমের জোরে। আইন-ব্যবস্থার বাইরে যাওয়া সম্ভব না। কিছু ব্যতিক্রম হয় ঠিকই, কিন্তু ব্যতিক্রম তো নিয়ম না। আমি যা করেছি, তা ছিল মানুষের জন্য কিছু করার লক্ষ্যে। সেটা আজও একই রকম পরিষ্কার,” যোগ করেন সাকিব।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এমএইচএম