ঢাকা, রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

আবাহনী-মোহামেডান: অঘোষিত ফাইনালে শিরোপার মঞ্চ প্রস্তুত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
আবাহনী-মোহামেডান: অঘোষিত ফাইনালে শিরোপার মঞ্চ প্রস্তুত সংগৃহীত ছবি

সুপার লিগের শেষ রাউন্ডে আবাহনী ও মোহামেডান এখন মুখোমুখি—এক অঘোষিত ফাইনালে। বিকেএসপিতে নিজেদের কাজ সেরে রাখে আবাহনী, রূপগঞ্জ লিজেন্ডসকে ৭ উইকেটে হারিয়ে।

এরপর তারা অপেক্ষায় ছিল মিরপুরের ম্যাচের ফলাফলের দিকে। মোহামেডান যদি গাজী গ্রুপের কাছে হেরে যেত, আজই শিরোপা নিশ্চিত করত আবাহনী।

কিন্তু নাটকীয় এক শেষ বলে মোহামেডানের জয় বাধিয়ে দিল শিরোপা নির্ধারণের লড়াইকে। এখন শেষ রাউন্ডে আবাহনী-মোহামেডান ম্যাচই ঠিক করে দেবে কে হবে চ্যাম্পিয়ন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ প্রথমে ব্যাট করে ২৩৬ রানে অলআউট হয়। ওপেনার মুনিম শাহরিয়ার ৮০ রান করে দলকে ভরসা দেন। মোহামেডানের হয়ে সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান নেন সমান ৩টি করে উইকেট।

রান তাড়ায় মোহামেডান শুরুতেই ধাক্কা খায়—দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার আনিসুল ইসলাম। তবে রনি তালুকদার ও তাওহিদ হৃদয়ের ৭৫ রানের জুটিতে দলটা ঘুরে দাঁড়ায়। রনি (৫৩) ফিরে গেলে দায়িত্ব নেন হৃদয় ও মাহমুদউল্লাহ। কিন্তু দুজনই হাফসেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হলে ম্যাচ আবার জমে ওঠে।

শেষদিকে ব্যাট হাতে নেমে সাইফউদ্দিন (৩০*) ও নাসুম আহমেদ (২১*) কঠিন মুহূর্তে দায়িত্ব নেন। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। পারভেজ ইমনের করা ওভারে প্রথম চার বলে আসে মাত্র ৫ রান। চরম চাপে পঞ্চম বলে বিশাল ছক্কা হাঁকান নাসুম, আর শেষ বলে প্রয়োজনীয় ১ রান তুলে নিশ্চিত করেন নাটকীয় জয়।

এখন সমীকরণ সোজা—শেষ রাউন্ডের আবাহনী-মোহামেডান ম্যাচে যে জিতবে, তারাই হবে চ্যাম্পিয়ন। তবে ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে শিরোপা যাবে আবাহনীর হাতে। আর ম্যাচে মোহামেডান জয়ী হলে দুই দলের পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে মোহামেডান।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।