ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে হারিয়ে আমিরাতের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০১, মে ২২, ২০২৫
বাংলাদেশকে হারিয়ে আমিরাতের ইতিহাস

শারজাহতে দেখা গেল বাংলাদেশের নাটকীয় ব্যাটিং ধ্বস। তানজিদ হাসান তামিম ছাড়া তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।

তবে শেষদিকে জাকের আলির সঙ্গে হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের ক্যামিওতে দেড়শ পার করে তারা। এই রান তাড়া করতে নেমে খুব একটা বেগ পোহাতে হয়নি আরব আমিরাতকে। র‌্যাংকিংয়ের ১৫ নম্বরে থাকা দলটি অনায়াসে জয়লাভ করে গড়ে রেকর্ড।

তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আজ বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আরব আমিরাত। একইসঙ্গে ২-১ ব্যবধানে তারা জিতে নিয়েছে সিরিজও। একইসঙ্গে আয়ারল্যান্ডের পর দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড গড়ে তারা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬২ রান। এই রান ৫ বল হাতে রেখে তাড়া করে ফেলে স্বাগতিকরা।  

পারভেজ হোসেন ইমনের ডাক মেরে বিদায়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। তিনে নামা লিটন আজ ১৪ রানের বেশি করতে পারেননি। তাওহীদ হৃদয়ও ফেরেন শূন্য রানে। মাহেদি হাসান নেমে করেন ২ রান। ঝড়ো ব্যাট করতে থাকা তানজিদকে ৪০ রানে বোল্ড করে বিপদ কাটান আমিরাত বোলার আকিফ রাজা।  

এরপর দ্রুত উইকেট হারান শামিম হোসেন, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। লড়তে থাকা জাকের আলি টিকার চেষ্টা করেন শেষ পর্যন্ত। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন তিনি। দশম জুটিতে ১২ বলে ৩৪ রানের জুটি গড়েন হাসান ও শরিফুল। ৩ ছক্কায় ১৫ বলে ২৬ রানে অপরাজিত থাকেন হাসান। ৭ বলে ১৬ রান আসে শরিফুলের ব্যাট থেকে।  

রান তাড়ায় নেমে আরব আমিরাতের শুরুটা খুব একটা ভালো হয়নি। গত ম্যাচের নায়ক ওয়াসিম এই ম্যাচে ফেরেন ৯ রান করে। আরেক ওপেনার মোহাম্মদ জোহাইবের ব্যাট থেকে আসে ২৯ রান। চারে নামা রাহুল ফেরেন ১৩ রানে। বাকি কাজটা সেরে ফেলেন আলিশান শারাফু ও আসিফ খান। চতুর্থ উইকেটে ৫১ বলে ৮৭ রানের জুটি গড়ে জেতান দলকে।  

৪৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন শারাফু। ২৬ বলে ৫ ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন আসিফ।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।