এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান। আগামী রোববার দুবাইয়ে হবে জমজমাট এই মহারণ।
ফাইনালের আগে পাকিস্তানকে আত্মবিশ্বাসী থাকার পরামর্শ দিয়েছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, ‘ফাইনাল ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারত অবশ্যই ফেভারিট, তবে যেকোনো কিছু ঘটতে পারে। পাকিস্তানের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে, বুদ্ধিমানের মতো খেলতে হবে। বিশেষ করে শুরুতেই উইকেট তুলে নিতে পারলে ভারতকে চাপে ফেলা সম্ভব। আশা করি সেরা দলই জয় পাবে। ’
অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠার পর পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা মনে করেন, তাদের দল প্রমাণ করেছে তারা বিশেষ কিছু করতে পারে।
তার ভাষায়, ‘এমন ম্যাচ জিততে পারলে বুঝতে হবে আমরা বিশেষ দল। সবাই দারুণ খেলেছে। ব্যাটিংয়ে আরও উন্নতির সুযোগ আছে, আমরা সেটা নিয়ে কাজ করব। ফিল্ডিংয়ে বাড়তি সেশন চলছে। শেন ও মাইক হেসন কঠোর পরিশ্রম করছেন। তিনি বলেছেন, ফিল্ডিংয়ে ভালো না করলে দলে সুযোগ নেই। আমরা যথেষ্ট ভালো দল, যেকোনো দলকে হারাতে পারব। রবিবার আমরা সেটাই করার চেষ্টা করব। ’
প্রথমবারের মতো এশিয়া কাপের ইতিহাসে, হোক সেটা ওয়ানডে বা টি–টোয়েন্টি সংস্করণ, ভারত–পাকিস্তান মুখোমুখি হচ্ছে ফাইনালে। ফলে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটভক্তরা।
এমএইচএম