ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

দুই দিন বাকি থাকতেই আফগানিস্তানকে হারালো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, অক্টোবর ২২, ২০২৫
দুই দিন বাকি থাকতেই আফগানিস্তানকে হারালো জিম্বাবুয়ে সংগৃহীত ছবি

রিচার্ড এনগারাভার ক্যারিয়ার সেরা বোলিংয়ে তৃতীয় দিনেই আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ ধসে পড়ল। হারারেতে অনুষ্ঠিত একমাত্র টেস্টে আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে জিম্বাবুয়ে।

এটি এই বছর জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্ট জয়।

১৯৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ১ উইকেটে ৩৪ রান নিয়ে খেলতে নামে আফগানিস্তান। কিন্তু সকালের সেশনটি তাদের জন্য দুঃস্বপ্নের মতো কাটে। তানাকা চিভাঙ্গার একটি দুর্দান্ত শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দেন রহমানউল্লাহ গুরবাজ। এরপরই দ্রুত জোড়া আঘাত হানেন এনগারাভা; ইব্রাহিম জাদরান লেগে গ্লাভস বন্দী হন এবং হাশমতউল্লাহ শাহিদি সেকেন্ড স্লিপে ক্যাচ দেন। মাত্র ৬০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।

আফসার জাজাই এবং বাহির শাহ পঞ্চম উইকেটে ৪৯ রান যোগ করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু ব্লেসিং মুজারাবানির একটি বাউন্সারে ফাইন লেগে ক্যাচ দিয়ে বাহির শাহ ফিরে গেলে এই জুটিও ভেঙে যায়। মধ্যাহ্নভোজের বিরতির আগেই চিভাঙ্গার বলে পয়েন্টে ক্যাচ দিয়ে জাজাই ফিরে গেলে আফগানিস্তানের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১২৭ রান।

বিরতির পর শরাফুদ্দিন আশরাফ একবার জীবন পান। চিভাঙ্গার একটি বাউন্সার তার ব্যাটের কাঁধ ছুঁয়ে গেলেও বোলার ওভারস্টেপ করায় তিনি বেঁচে যান। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। ইসমত আলম এনগারাভার শিকার হন, উইকেটরক্ষক তাফাদজওয়া সিগার এক হাতে নেওয়া দুর্দান্ত ডাইভিং ক্যাচে তিনি আউট হন। খানিক বাদেই সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে আশরাফ ফিরে গেলে এনগারাভা তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

ইয়ামিন আহমাদজাই ও খলিল গুরবাজ শেষদিকে কয়েকটি বাউন্ডারি মেরে ব্যবধান কমানোর চেষ্টা করেন। তবে ৪৩তম ওভারে মুজারাবানি একে একে খলিল গুরবাজ এবং রহমান শরিফিকে বোল্ড করে দিলে ১৫৯ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস। এর ফলে দুই দিন ও এক সেশন বাকি থাকতেই জিম্বাবুয়ের দাপুটে জয় নিশ্চিত হয়।

ম্যাচে জিম্বাবুয়ের এই আধিপত্যের ভিত্তি তৈরি হয়েছিল প্রথম ইনিংসেই। ব্র্যাড ইভান্সের দুর্দান্ত বোলিংয়ে (৫/২২) আফগানিস্তান প্রথম ইনিংসে মাত্র ১২৭ রানে অলআউট হয়। জবাবে, বেন কারানের অভিষেক টেস্ট সেঞ্চুরি (১২১) এবং সিকান্দার রাজা (৬৫), ইভান্স ও ব্রেন্ডন টেলরের মূল্যবান অবদানে জিম্বাবুয়ে ৩৫৯ রানের বড় সংগ্রহ পায়। জিয়াউর রহমান শরিফি একাই ৭ উইকেট নিলেও তা জিম্বাবুয়েকে বড় লিড নেওয়া থেকে আটকাতে পারেনি।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: প্রথম ইনিংস ১২৭ (রহমানউল্লাহ গুরবাজ ৩৭, আব্দুল মালিক ৩০; ব্র্যাড ইভান্স ৫-২২, ব্লেসিং মুজারাবানি ৩-৪৭) এবং দ্বিতীয় ইনিংস ১৫৯ (ইব্রাহিম জাদরান ৪২, বাহির শাহ ৩২; রিচার্ড এনগারাভা ৫-৩৭, ব্লেসিং মুজারাবানি ৪-৩৮)।

জিম্বাবুয়ে: প্রথম ইনিংস ৩৫৯ (বেন কারান ১২১, সিকান্দার রাজা ৬৫; জিয়াউর রহমান শরিফি ৭-৯৭)।

ফল: জিম্বাবুয়ে ইনিংস ও ৭৩ রানে জয়ী।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।