ওয়ানডেতে দীর্ঘদিন পর সিরিজ জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে সিরিজ জয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, ধারাবাহিকভাবে ওয়ানডে খেললে বাংলাদেশ দল আরও শক্তিশালী হয়ে উঠবে।
মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা সিরিজটা ভালোভাবে শেষ করতে পেরেছি। বিশেষ করে সৌম্য ও সাইফের ব্যাটিং অসাধারণ ছিল। এই উইকেটে ব্যাট করা সহজ নয়, কিন্তু তারা দায়িত্ব নিয়ে রান করেছে। প্রথম ২০ ওভারেই অনেক বাউন্ডারি এসেছে। দলের জন্য এটা খুবই ইতিবাচক। ’
মিরপুরের পিচের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত কয়েকটি ম্যাচে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। ব্যাটাররা বারবার ব্যর্থ হচ্ছিল। এবার আমরা ইতিবাচক মনোভাব নিয়েই খেলেছি এবং আলোচনা করেছি কীভাবে এই কন্ডিশনে ভালো পারফর্ম করা যায়। পজিটিভ না থাকলে রান বের করা সম্ভব নয়। ’
অধিনায়ক হিসেবে দলের মধ্যে আত্মবিশ্বাস তৈরির বিষয়ে মিরাজ বলেন, ‘সবার মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আমরা যে কোনো সময় কামব্যাক করতে পারি। খেলোয়াড়রা সবাই একমত ছিল যে আমরা কীভাবে খেলব। ব্যাটসম্যানদের নিয়েও অনেক সমালোচনা হয়েছে। তবে আমি মনে করি সবাই এখন বুঝে গেছে নিজের রোলটা কী এবং কীভাবে সেটা পালন করতে হবে। আমরা দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে কথা বলেছি, সবাই নিজের দায়িত্বটা বুঝে মাঠে নামছে। ’
সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি বিশেষভাবে প্রশংসা করেছেন রিশাদ হোসেনের। মিরাজ বলেন, ‘রিশাদ পুরো সিরিজে দারুণ খেলেছে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অবদান রেখেছে। তার মতো খেলোয়াড় পাওয়া একজন অধিনায়কের জন্য কাজটা অনেক সহজ করে দেয়। ’
আগামী দিনের পরিকল্পনা নিয়েও আশাবাদী মিরাজ। তিনি বলেন, ‘আগামী বছর আমাদের ওয়ানডে ম্যাচের সংখ্যা অনেক বেশি থাকবে। নিয়মিত ওয়ানডে খেললে দল আরও পরিপক্ব ও শক্তিশালী হবে। আশা করি ছেলেরা জানে কীভাবে প্রতিটি ম্যাচে দায়িত্ব নিতে হয় এবং নিজেদের সেরাটা দেবে। ’
এফবি/আরইউ