ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

হল অব ফেমে অভিষিক্ত গিলক্রিস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
হল অব ফেমে অভিষিক্ত গিলক্রিস্ট

পার্থ: ওয়াকা গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার চলমান অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অ্যাডাম গিলক্রিস্টকে অভিষিক্ত করা হলো আইসিসির হল অব ফেমে। শুক্রবার ম্যাচের প্রথম দিন চা বিরতির মাঝে এই সম্মান দেওয়া হলো অস্ট্রেলিয়ার লিজেন্ডারি উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।



ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান ও আইসিসি পরিচালক ওয়ালি এডওয়ার্ডসের হাত থেকে স্মৃতিরক্ষামূলক স্মারক হিসেবে ক্যাপ নেন গিলক্রিস্ট। দর্শকে ঠাসা স্টেডিয়ামে সপরিবারে হাজির ছিলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড চেয়ারম্যান ও আইসিসি পরিচালক জাইলস ক্লার্ক, ওয়াকা চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্ট স্যাম গ্যানন এবং ওয়াকা প্রেসিডেন্ট ও আইসিসি ক্রিকেট হল অব ফেমের আরেক লিজেন্ড ডেনিস লিলি।

আইসিসি এক বিবৃতিতে জানায়,’৭১তম পুরুষ ক্রিকেটার হিসেবে গিলক্রিস্ট হল অব ফেমের সদস্য হলেন। আর ওয়াকার ইউনুসের সঙ্গে ২০১৩-১৪ মৌসুমের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হলেন। ’

অস্ট্রেলিয়ার ১৯তম পুরুষ ক্রিকেটার হিসেব রিচি বিনড, অ্যালান বোর্ডার, ডন ব্রাডম্যান, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, নেইল হারভি, ডেনিস লিলি, রে লিন্ডওয়াল, রডনি মার্শ, কেইথ মিলার, বিল ও’রেইলি, স্টিভ ওয়াহ, ভিক্টর ট্রাম্পার, ক্লারি গ্রিমেট, ফ্রেডেরিক স্পোফোরর্থ, অ্যালান ডেভিডসন, গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্নের সঙ্গে যোগ দিলেন গিলক্রিস্ট।

১২ বছরের টেস্ট ক্যারিয়ারে টানা তিনবার আইসিসি বিশ্বকাপ জিতেছেন এই ব্যাটসম্যান। পাঁচ হাজার ৫৭০ টেস্ট রান করা গিলক্রিস্ট উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,‘পার্থে তৃতীয় টেস্টের প্রথম দিন আইসিসি ক্রিকেট হল অব ফেমে অভিষিক্ত হতে পেরে আমি একইসঙ্গে আনন্দিত ও সম্মানিত। বছরের পর বছর অস্ট্রেলিয়া ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসহ অন্য ঘরোয়া দলগুলোর সঙ্গে খেলে যেতে আমাকে যারা সমর্থন দিয়েছে তাদের আমি এই সুযোগ ধন্যবাদ দিতে চাই। ’

তিনি আরও বলেন,‘আইসিসি ক্রিকেট হল অব ফেমে রড মার্শের মতো অনেক দুর্দান্ত ক্রিকেটার আছেন। উনি আমার স্কুল ক্রিকেট খেলাকালে আমাকে দেখভাল করেছেন এবং আমার অন্যতম সেরা কোচ ছিলেন। তার মতো ক্রিকেটারদের সঙ্গে যোগ দিতে পারা আমার জন্য অসাধারণ মুহূর্ত। ’

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ১৩ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।