ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করল কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করল কিউইরা ছবি: টি-টোয়েন্টি সিরিজ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

হ্যামিল্টন: নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করার লক্ষ্যে ওয়েলিংটনে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষটা ভালো হলো না।

বুধবার দ্বিতীয় ও শেষ ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের চার উইকেটে হারিয়ে ২-০ তে হোয়াইটওয়াশ করল কিউইরা।

ওয়েস্ট ইন্ডিজ: ১৫৯/৫ (২০ ওভার)
নিউজিল্যান্ড: ১৬৩/৬ (১৯ ওভার)
ফল: নিউজিল্যান্ড চার উইকেটে জয়ী

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬৭ রান করতে গিয়ে চার উইকেট হারায় উইন্ডিজরা। তবে দিনেশ রামদিনের হার না মানা ফিফটি ও পঞ্চম উইকেটে আন্দ্রে ফ্লেচারের সঙ্গে তার ৭০ রানের সেরা জুটিতে লড়াই করার মতো সংগ্রহ করে সফরকারীরা।

২৬ বলে তিনটি করে চার ও ছয়ে এই ফরম্যাটে অভিষেক ফিফটি পাওয়া রামদিন অপরাজিত ছিলেন ৫৫ রানে। দ্বিতীয় সেরা ৪০ রান আসে ফ্লেচারের ব্যাট থেকে। ২৯ রান করেন ওপেনার লেন্ডি সিমন্স।

আন্দ্রে মিলনে দুটি এবং ম্যাকক্লেনাঘান ও নাথান ম্যাককালাম একটি করে উইকেট নেন।

সিরিজ জয়ের লক্ষ্যে নেমে আন্দ্রে রাসেল ও জ্যাসন হোল্ডারের জোড়া আঘাতে ৭৯ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা। তবে লুক রঁচি ও রস টেলরের ৪৩ বলে ৬৮ রানের জুটিতে জয় সহজ হয়ে যায়। ২৫ বলে চারটি চার ও দুটি ছয়ে অভিষেক ফিফটি পাওয়া রঁচি ৫১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। দ্বিতীয় সেরা ৩৯ রান করে আউট হয়েছিলেন টেলর।

দুটি করে উইকেট নেন হোল্ডার, রাসেল ও সুনিল নারাইন। ম্যাচসেরা ও সিরিজ সেরা হয়েছেন কিউই ব্যাটসম্যান রঁচি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ১৫ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।