ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৪ ফেব্রুয়ারি ভারত রত্ন পাচ্ছেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
৪ ফেব্রুয়ারি ভারত রত্ন পাচ্ছেন শচীন

মুম্বাই: আগামী ৪ ফেব্রুয়ারি ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে ভারত রত্ন। জানা গেছে, এক আয়োজনের মধ্য দিয়ে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পদকটি তুলে দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী।



গত বছরের ১৬ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই ব্যাটিং কিংবদন্তি। ওইদিনই তাকে ভারত রত্ন অ্যাওয়ার্ডে ভূষিত করার ঘোষণা আসে।

মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্যারিয়ারের ২০০তম টেস্ট ও শেষ ম্যাচটি খেলেন শচীন। প্রথম ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে এই অ্যাওয়ার্ডটি পেতে যাচ্ছেন তিনি।

৪২তম ব্যক্তি হিসেবে ভারতের অন্যতম এই সর্বোচ্চ পুরস্কারটি হাতে নেবেন ৪০ বছর বয়সী মাস্টার ব্লাস্টার।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।