জোহানেসবার্গ: পোর্ট এলিজাবেথ টেস্টে আচমকা ডেল স্টেইনের রিভার্স সুইংয়ে কুপোকাত অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ২৩১ রানের বিস্ময়কর হারের পর শেষ ইনিংসে দ্বিতীয় সেরা ৬৬ রান করা ডেভিড ওয়ার্নার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আনেন।
দক্ষিণ আফ্রিকার ম্যানেজমেন্ট এমন অভিযোগ অস্বীকার করেছেন, এমনকি অসি বোলিং কোচ ক্রেইগ ম্যাকডারমোট ও পেসার রায়ান হ্যারিসও ওয়ার্নারের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন।
শেষ পর্যন্ত ওয়ার্নার একদিকে, আর পুরো পৃথিবী একদিকে। অস্ট্রেলিয়ান রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে অসি ওপেনারের এমন অভিযোগ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর এর সত্যতা না পাওয়ায় তাকে জরিমানা করা হলো।
২.১.৭ আর্টিকেল অনুযায়ী আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির ম্যাচ রেফারি রোশান মহানামা এই আদেশ জারি করেন। তিনি জানান, ওয়ার্নারের কথাবার্তা ছিল অসৌজন্যমূলক ও অসম্মানজনক।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৪