ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পাক-ভারত নয়, সব ম্যাচই গুরুত্বপূর্ণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪
পাক-ভারত নয়, সব ম্যাচই গুরুত্বপূর্ণ

সোনারগাঁও হোটেল থেকে: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি বলেছেন, শুধু ভারত-পাকিস্তান নয়, সব ম্যাচের দিকেই আমরা তাকিয়ে রয়েছি। আমাদের কাছে সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ।

কারণ গত টি-২০ বিশ্বকাপে একটি ম্যাচ হেরেই আমাদের বিদায় নিতে হয়েছিল। সুতরাং এবার আমরা সবগুলো ম্যাচেই সমান গুরুত্ব দিতে চাই।  

শুক্রবার টি-২০ বিশ্বকাপ উপলক্ষে সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ধোনি বলেন, টি-২০তে যেকোনো কিছুই ঘটতে পারে। টি-২০ এর ধরন ভিন্ন। তিন ঘণ্টার এই ম্যাচে যেকোনো টিম ভালো খেলতে পারলেই ম্যাচ জিতে নেবে।

এক প্রশ্নের জবাবে ধোনি বলেন, অস্ট্রেলিয়ার টিম কম্বিনেশন নিয়ে চিন্তা করছি না। নিজেদের টিম নিয়েই ভাবছি।

ভারতীয় অধিনায়ক বলেন, অধিকাংশ দলই বেশি টি-২০ ম্যাচ খেলেনি। যে কারণে একে অন্যের সঙ্গে মুখোমুখিও কম হয়েছে।  

তিনি বলেন, বিশ্বকাপে চাপ থাকবেই। তবে এমন কোনো চাপ আমাদের নেই। এটা সত্যি সাম্প্রতিককালে দেশের বাইরে কিছু ম্যাচ ভালো খেলতে পারিনি।  

আইপিএল এর টুর্নামেন্ট প্রসঙ্গে তিনি বলেন, আইপিএল এর খেলার মান উন্নত। আইপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগবে। তাছাড়া ভারত ও বাংলাদেশের কন্ডিশন প্রায় একই রকম।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।