ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক প্রিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪
অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক প্রিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: পাকিস্তানকে দারুণ খেলে হারাল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। এবার তাদের সামনে প্রতিদ্বন্দ্বী বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

উদ্বোধনী ম্যাচে অসি মেয়েরা নিউজিল্যান্ডের কাছে হেরে গেলেও তাদের সমীহ করছেন প্রোটিয়া অধিনায়ক মিগনল ডু প্রিজ।

প্রথম ম্যাচ হেরে গেলেও অস্ট্রেলিয়ার ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দিলেন না তিনি,‘পরের ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে। তারা প্রথম ম্যাচটি হেরে গেলেও ফিরে আসার চেষ্টা করবে। আমরা সতর্ক থেকেই মাঠে নামব। ’

নিজেদের প্রথম ম্যাচ জয়ে সুইং বোলিংয়ের প্রশংসা করলেন প্রিজ। আর দর্শকদের সমর্থনকে অসাধারণ উল্লেখ করলেন প্রোটিয়া অধিনায়ক,‘এই মাঠে দর্শকদের সমর্থন ছিল অসাধারণ। ’

ম্যাচে ৬৬ বলে ৯০ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ডেন ভ্যান নাইকার্ক। ক্যারিয়ার সেরা রান করতে স্বাভাবিক খেলাই খেলেছেন তিনি,‘আমি স্বাভাবিক খেলা খেলেছি। নিজের মতো করে খেলে যাওয়ার চেষ্টা করেছি। গত কয়েক বছর ধরে আমি নেটে ভালোভাবে প্র্যাকটিস করেছি, ফিটনেসে উন্নতি করার চেষ্টা করেছিলাম। ’

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।