ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

ক্রিকেট

মাশরাফি বিন মুর্তজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, মার্চ ২৮, ২০১৪
মাশরাফি বিন মুর্তজা

টাইগার দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় এবং ভারতের সাথে দুই বার ম্যাচ সেরা হওয়া খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা। আজকে ভারতের সঙ্গে সুপার টেনের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ।

দলের প্রধান বোলার মাশরাফি। সমগ্র দেশ তার কাছে ভালো কিছুর প্রত্যাশা করছে। মাশরাফি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৬ টি। ২৬ ম্যাচে ২৫ উইকেট তার। ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি ফরম্যাটে ১৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ১৭.০৭ ব্যাটিং এভারেজে আর ১৩২.৭৭ ব্যাটিং স্ট্রাইক রেটে চার মেরেছেন ১৫ টি আর ছয় ১৪ টি। বরাবরের মতো ভারতের বিপক্ষে আজকেও জ্বলে ওঠার অপেক্ষায় থাকবেন দেশ সেরা এই খেলোয়াড় আর দলকে সুপার টেনের প্রথম জয় এনে দিতে চাইবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘন্টা, ২৮ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।