ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ফেসবুকে মিলিয়ন ছাড়ালো মুশফিকের ভক্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, জুন ২৯, ২০১৪
ফেসবুকে মিলিয়ন ছাড়ালো মুশফিকের ভক্ত

ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের ফেসবুকে ভক্তের সংখ্যা ১০ লাখ ছাড়ালো। তিনি বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন।



বাংলাদেশের এই অন্যতম ব্যাটসম্যানের দিনে দিনে ফেসবুকে ভক্ত সংখ্যা বেড়েই চলেছে। ২০১০ সাল থেকে চালু হওয়া পেজটি মুশফিক সম্পর্কে ভক্তরা সব সময় জানতে পারে নিয়মিত। কিছুদিন আগে মুশফিকের ফ্যানপেজটি ভ্যারিফাইড করেছে ফেসবুক কর্তৃপক্ষ।



১০ লাখ ভক্ত হওয়ার পর মুশফিক ভক্তদের উদ্দেশ্যে বলেন, আমি গর্বিত আমার সব ভক্তদের জন্য। তারা ভাল এবং খারাপ সব সময় আমার পাশে ছিল। আশা করি সব সময় আমার পাশে থাকবেন। সব ভক্তদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ২৯ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।