ঢাকা: ইংল্যান্ড-ভারত টেস্ট শেষ দিনে খেলা গড়ালেও তা ড্র’র পথেই এগোচ্ছে। ভারতের প্রথম ইনিসে বড় রানের সংগ্রহে বেশ ভালই জবাব দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
ভারত: ৪৫৭ এবং ১৬৭/৩ (৪৮.০)
ইংল্যান্ড: ৪৯৬
ভারত সাত উইকেট হাতে রেখে ১২৮ রানের লিড
ভারত প্রথম ইনিংসে মুরালি বিজয়ের ১৪৬ আর অধিনায়ক ধনীর ৮২ রান এবং দশ নম্বরে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ সামির অপরাজিত ৫১ রানের সুবাদে ৪৫৭ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকদের সামনে। ইংলিশদের পক্ষে অ্যান্ডারসন তিনটি, ব্রড ও স্টোকস দুইটি করে উইকেট তুলে নেন।
ইংলিশরা প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রবসন ৫৯ আর ব্যালেন্সির ৭১ রানে বেশ ভালই জবাব দিচ্ছিল। জো রুটের অপরাজিত ১৫৪ রান আর দশে ব্যাটিয়ে নামা অ্যান্ডারসনের ৮১ রানে ভর করে অতিথিদের সামনে ৩৯ রানের লিড দেয়।
ভারতের পক্ষে বিনয় কুমার পাঁচটি, ইশান্ত শর্মা তিনটি এবং মুহাম্মদ সামি দুইটি উইকেট তুলে নেন।
দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাটিংয়ে নেমে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে ১৬৭ রান তুলেছে। ইংলিশ বোলার মঈন আলী ৫২ রানে মুরালী বিজয় এবং ২৯ রানে শেখর ধাওয়ানকে সাজঘরে ফেরান। টেস্টের শেষ দিনে কোহলি অপরাজিত ৮ রান এবং রাহানে ১৮ রানে ব্যাটিং শুরু করবে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৪