ঢাকা: লর্ডস টেস্টে জয়ের জন্য লড়ছে ভারত। তৃতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৬৯ রান।
ভারত: ২৯৫/১০ ও ১৬৯/৪
ইংল্যান্ড: ৩১৯/১০
দলীয় ৪০ রানে শিখর ধাওয়ানকে (৩১) হারালেও ভারতকে ভালো অবস্থানের দিকে নিয়ে যাচ্ছিলেন বিজয় ও পুজারা। পুজারা ৪৩ রানে পুলনকেটের কাছে বল দিয়ে বিদায় নেন। পরের বলে শূর্ন্য রানে ফিরেন বিরাট কোহলি।
প্রথম ইনিংসে শতক করা অজিঙ্কা রাহানে দ্বিতীয় ইনিংসে দ্রুত ফিরেন পাঁচ রানে। ইংল্যান্ডের পক্ষে প্লানকেট ২ উইকেট নেন ২৪ রানে।
শনিবার ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ৩১৯ রানে।
দ্বিতীয় দিন গ্যারি ব্যালেন্সের শতকের ওপর ভর করে ৬ উইকেটে ২১৯ রান করেছিল ইংল্যান্ড।
শনিবার বাকি ৪ উইকেট হারানোর আগে আরও ১০০ রান যোগ হয়েছে ইংল্যান্ড। মাত্র ৩১ ওভার বল করেই ৮২ রান দিয়ে ৬ উইকেট দখল করেছেন ভুবন্বেশর কুমার। স্পিনার রবীন্দ্র জাদেজা দু’টি ও মোহাম্মদ স্যামি একটি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, ২০ জুলাই ২০১৪