ঢাকা: অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটসম্যান শন মার্শকে দুই সিরিজের জন্য টিমের বাইরে থাকতে হচ্ছে । চোট থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত এই বাঁহাতি ব্যাটসম্যানকে বেশ কিছু দিন দলের বাইরে থাকতে হবে।
চার মাসের আগে সুস্থ হয়ে দলে ফেরা সম্ভব হচ্ছে না আইপিএল মাতানো এই বাঁহাতিকে। অস্ট্রেলিয়ার হয়ে সামনের দুই সিরিজ তিনি দলের বাইরে থাকবেন। আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাকে দলের বাইরে রাখা হয়েছে।
ফিজিও এলেক্স কুন্টোরিস বলেন, এ বছর ডিসেম্বরের দিকে তিনি সুস্থ হয়ে উঠবেন।
এ বছর ফেব্রুয়ারীতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৮ রান করেন তিনি। এই চোটের ফলে চ্যাম্পিয়ানন্স লিগের খেলা অনিশ্চয় হয়েছে তার।
এখন শন মার্শের লক্ষ্য দ্রুতই সুস্থ হয়ে ঘরোয়া লিগে নিয়মিত খেলা এবং ২০১৫ সালে ১৪ ফেব্রুয়ারি দেশের মাটিতে বিশ্বকাপে ভাল করা।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ২০ জুলাই ২০১৪