ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

উইকেট না পেলেও খুশি হবেন স্টেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, অক্টোবর ৭, ২০১৪
উইকেট না পেলেও খুশি হবেন স্টেইন ডেল স্টেইন

ঢাকা: দ. আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন জানিয়েছেন, যদি বিশ্বকাপে প্রোটিয়ারা শিরোপা জিততে পারে তাহলে, বিশ্বকাপে কোনো উইকেট না পেলেও তিনি খুশি থাকবেন।

তিনি বলেন, ‘এবিডি ভিলিয়ার্সকে, হাশিম আমলাকে যদি অসাধারণ ব্যাটিং করতে দেখি, যদি দেখি ভ্যারন ফিল্যান্ডার দারুণ ব্যাটিং করছেন তাহলে আমি খুশি হব।

আরো যদি দেখতে পারি মরনে মরকেল একটির পর আরেকটি উইকেট তুলে নিচ্ছে, আমি আনন্দিত হব। ’

স্টেইন আরো বলেন, ‘তাদের ভাল পারফর্ম আমাকে অনুপ্রানিত করে। আমি তাদের থেকে ভাল হতে চাইনা। আমি শুধু চাই বিশ্বকাপের শিরোপা জয়ী দলের সদস্য হতে। যদি আমি কোনো উইকেট না পেয়ে থাকি, তারপরও আমি খুশি থাকব। ’

৩২ বছর বয়সী স্টেইন প্রোটিয়াদের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছেন ৮৭টি। ১৩৫টি উইকেট পাওয়া স্টেইন তিনবার পাঁচ উইকেট পেয়েছেন। ওয়ানডেতে ওভার প্রতি তার বোলিং রান রেট ৪.৮২।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ৭ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।