ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে ১১ রানে এগিয়ে বিসিবি একাদশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪
জিম্বাবুয়ের বিপক্ষে ১১ রানে এগিয়ে বিসিবি একাদশ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে ছয় উইকেট হারিয়ে ১১ রানের লিড নিল বিসিবি একাদশ। আগের দিনে ১১ রানের সঙ্গে এদিন আরো ২৪১ রান যোগ করে দিন শেষ করে স্বাগতিকরা।



৫৩ রান ও ১৫ রানে অপরাজিত থেকে আগামীকাল ব্যাটিংয়ে নামবেন শুভাগত হোম ও তাইবুর রহমান।

সফরকারিদের বিপক্ষে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ৮৫ ওভারে ২৫২ রান তোলে বিসিবি। দলের হয়ে সর্বোচ্চ রান আসে আগের দিনের ব্যাটিংয়ে নামা শামশুর রহমানের ব্যাট থেকে। তিনি ১৫৮ বলে নয়টি চার ও একটি ছয়ের সাহায্যে ৬৯ রান করে নাতসাই এম’সাঙ্গউইয়ের বলে আউট হন।

এছাড়া ৪৬ রান করেন রনি তালুগদার। আর ৩১ রান আসে মার্শল আইয়ুবের ব্যাট থেকে। জিম্বাবুয়ের এম’সাঙ্গউইয়ে নিয়েছেন চারটি উইকেট।

এর আগে প্রথম দিন সফরকারিরা বিসিবি একাদশের বোলিং তোপে ৭৬.২ ওভারে ২৪১ রানেই অল-আউট হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ২১ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।